দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর, দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ, দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় SAQ, Class 12 ইতিহাস তৃতীয় অধ্যায় বড়ো প্রশ্ন উত্তর, উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোট প্রশ্ন উত্তর, WB HS History Question Answer, Class 12 History MCQ.
Table of Contents
দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
Bangla Shiksha : তৃতীয় অধ্যায় – ঔপনিবেশিক কর্তৃত্ত্বের প্রকৃতি: প্রথাগত ও প্রথাবহির্ভুত সাম্রাজ্য প্রশ্ন-উত্তর সাজেশন, HS History Question, পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে।তোমরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে পারো, তাহলে উচ্চমাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই তোমাদের সুবিদার্থে আমরা প্রতিটা অধ্যায় থেকে বাছাই করে 1 টি অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং 10 টি অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং 15 টি বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে এসেছি।দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর, দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ, দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় SAQ, Class 12 ইতিহাস তৃতীয় অধ্যায় বড়ো প্রশ্ন উত্তর, উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোট প্রশ্ন উত্তর, WB HS History Question Answer, Class 12 History MCQ.
দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ
1. বাংলার প্রথম সস্বাধীন নবাব ছিলেন__
[A] সিরাজ-উদ-দৌল্লা [B] মুর্শিদকুলি খান [C] আলীবর্দী খান [D] সুজাউদ্দিন2. ভারতের কোন রাজ্যে ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করেছিল___
[A] ১৬০০ খ্রিস্টাব্দে [B] ১৬৯০ খ্রিস্টাব্দে [C] ১৮০০ খ্রিস্টাব্দে [D] ১৭২৫ খ্রিস্টাব্দে3. বন্দিবাসের যুদ্ধ কবে সঙ্ঘটিত হয়___
[A] ১৭৬০ খ্রিস্টাব্দে [B] ১৭৬৫ খ্রিস্টাব্দে [C] ১৭৭০ খ্রিস্টাব্দে [D] ১৭৭২ খ্রিস্টাব্দে4. বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না?
[A] মীর কাশিম [B] সুজা-উদ-দৌল্লা5. কে বাংলার দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান?
[A] ওয়ারেন হেস্টিং [B] লর্ড ক্যানিং [C] লর্ড ওয়েলেসলি [D] রবার্ট ক্লাইভ6. কবে ম্যাঙ্গলোরের সন্ধি স্বাক্ষরিত হয়?
[A] ১৭৭০ খ্রিস্টাব্দে [B] ১৭৭৪ খ্রিস্টাব্দে [C] ১৭৮০ খ্রিস্টাব্দে [D] ১৭৮৪ খ্রিস্টাব্দে7. কে ‘ভারতের মেকিয়াভেলী’ নামে পরিচিত ছিলেন?
[A] হায়দার আলী [B] রঘুনাথ রাও [C] নানা ফড়নবীশ [D] টিপু সুলতান8. সলবাই -এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
[A] ১৭৮০ খ্রিস্টাব্দে [B] ১৭৮২ খ্রিস্টাব্দে [C] ১৭৮৪ খ্রিস্টাব্দে [D] ১৭৮৬ খ্রিস্টাব্দে9. রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয়?
[A] ১৭৭০ খ্রিস্টাব্দে [B] ১৭৭১ খ্রিস্টাব্দে [C] ১৭৭২ খ্রিস্টাব্দে [D] ১৭৭৩ খ্রিস্টাব্দে10. বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন__
[A] লর্ড বেন্টিক [B] লর্ড ক্লাইভ [C] লর্ড ওয়ারেন হেস্টিং [D] লর্ড ডালহৌসি11. কলকাতায় সুপ্রিমকোর্ট কবে স্থাপিত হয়?
[A] ১৭৭২ খ্রিস্টাব্দে [B] ১৭৭৩ খ্রিস্টাব্দে [C] ১৭৭৪ খ্রিস্টাব্দে [D] ১৭৭৫ খ্রিস্টাব্দে12. পিটের “ভারত শাসন আইন” কবে পাশ হয়?
[A] ১৭৭৩ খ্রিস্টাব্দে [B] ১৭৭৪ খ্রিস্টাব্দে [C] ১৭৮৩ খ্রিস্টাব্দে [D] ১৭৮৪ খ্রিস্টাব্দে13. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্টিত হয়?
[A] ১৭৮০ খ্রিস্টাব্দে [B] ১৮১৮ খ্রিস্টাব্দে [C] ১৮০০ খ্রিস্টাব্দে [D] ১৮৪৯ খ্রিস্টাব্দে14. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
[A] উইলিয়াম পিট্ [B] উইলিয়াম বেন্টিক [C] লর্ড ওয়েলেসলি [D] উইলিয়াম হেস্টিংস15. ‘বোর্ড অফ রেভিনিউ’ কে গঠন করেন?
[A] লর্ড রিপন [B] লর্ড কর্নওয়ালিস [C] লর্ড ওয়ারেন হেস্টিংস [D] লর্ড লিটন16. ভারতের প্রথম ভাইসরয় ছিলেন__
[A] লর্ড হেস্টিংস [B] লর্ড ক্যানিং [C] লর্ড বেন্টিক [D] লর্ড ডালহৌসি17. ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় __
[A] মাদ্রাজে [B] বাংলায় [C] মহারাষ্ট্রে [D] পাঞ্জাবে18. ভারতীয় রেলপথের জনক হলেন___
[A] ওয়ারেন হেস্টিংস [B] লর্ড কর্নওয়ালিস [C] লর্ড ওয়েলেসলি [D] লর্ড ডালহৌসিশূন্যস্থান পূরণ করো
1. পলাশীর যুদ্ধ সঙ্ঘটিত হয় ১৭৫৭ খ্রিস্টাব্দের _______
[A] ৯ ফেব্রুয়ারী [B] ২৩ মার্চ [C] ২৩ জুন [D] ২৪ জুলাই2. ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে ________ খ্রিস্টাব্দে।
[A] ১৭৬৪ [B] ১৭৬৫ [C] ১৭৬৩ [D] ১৭৬২3. দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তন করা হয় _______ খ্রিস্টাব্দে।
[A] ১৭৬৪ [B] ১৭৬৫ [C] ১৭৬৬ [D] ১৭৬৭4. ‘অধীনতামূলক মিত্রতা নীতি’ প্রবর্তন করেন________
[A] ওয়ারেন হেস্টিংস [B] কর্নওয়ালিস [C] ডালহৌসি [D] ওয়েলেসলি5. ইংরেজ ও রঞ্জিত সিংহ -এর মধ্যে _______ খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়।
[A] ১৮০৭ [B] ১৮০৯ [C] ১৮১১ [D] ১৮২০6. ইন্ডিয়ান পেনাল কোড রচিত হয় _______ আমলে।
[A] ডালহৌসির [B] ক্লাইভের [C] বেন্টিকের [D] হেস্টিংসের7. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন _________ ।
[A] ওয়ারেন হেস্টিংস [B] রবার্ট ক্লাইভ [C] ভেরেলেস্ট [D] কার্টিয়ারদ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় SAQ
প্রশ্নঃ বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে সঙ্ঘটিত হয়?
উত্তরঃ ১৭৬৪ খ্রিস্টাব্দে মীর কাশিম, সুজা-উদ-দৌল্লা ও দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সারের যুদ্ধ সঙ্ঘটিত হয়।
প্রশ্নঃ ‘দ্বৈত শাসনব্যবস্থা’ কে চালু করেন?
উত্তরঃ ‘দ্বৈত শাসনব্যবস্থা’ চালু করেন – লর্ড ক্লাইভ।
প্রশ্নঃ কে, কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?
উত্তরঃ লর্ড ডালহৌসি ১৮৪৯ খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন।
প্রশ্নঃ বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস।
প্রশ্নঃ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন – লর্ড ক্যানিং।
প্রশ্নঃ বাংলায় ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ কে, কবে প্রবর্তন করেন?
উত্তরঃ ১৭৯৩ খ্রিস্টাব্দের ২২ মার্চ লর্ড কর্নওয়ালিস ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রবর্তন করেন।
প্রশ্নঃ ভারতের প্রথম পাটকেলটি কে, কবে ও কোথায় স্থাপন করেন?
উত্তরঃ জর্জ অকল্যান্ড ১৮৫৫ খ্রিস্টাব্দে কলকাতার নিকটবর্তী রিষড়ায় ভারতের প্রথম পাটকলটি স্থাপন করেন।
আরোও পড়ুন: দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর