দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর, ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ, দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় অনুশীলনী, দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় সাজেশন, দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় বড় প্রশ্ন উত্তর, দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় MCQ, দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় SAQ, দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় PDF, ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ MCQ, দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন ও উত্তর।
Table of Contents
দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর
Bangla Shiksha : দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর | ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে। তোমরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে পারো, তাহলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই তোমাদের সুবিদার্থে আমরা মাধ্যমিক ভূগোলের প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করে অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) নিয়ে এসেছি।
শ্রেনীঃ | দশম শ্রেণী |
বিষয়ঃ | মাধ্যমিক ভূগোল |
অধ্যায়ঃ | ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ |
MCQ | 22টি |
SAQ | 24টি |
Published By | বাংলা শিক্ষা |
দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর MCQ
ভারতের প্রাকৃতিক পরিবেশ MCQ
1) ভারতের প্রায় মাঝখান দিয়ে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হল –
[A] নিরক্ষরেখা
[B] মকরক্রান্তিরেখা
[C] মূল মধ্যরেখা
[D] কর্কটক্রান্তিরেখা।
2) ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল –
[A] ভাষা
[B] ভূপ্রকৃতিগত সাদৃশ্য
[C] খাদ্যের সাদৃশ্য
[D] অর্থনৈতিক কাজের সাদৃশ্য।
3) ভারতের নবীনতম রাজ্যটি হল –
[A] উত্তরাখন্ড
[B] তেলেঙ্গানা
[C] ছত্তিশগড়
[D] গোয়া।
4) নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় –
[A] মধ্যপ্রদেশ
[B] অন্ধ্রপ্রদেশ
[C] বিহার
[D] উত্তরপ্রদেশ।
5) ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম –
[A] রাজস্থান
[B] মধ্যপ্রদেশ
[C] বিহার
[D] সিকিম
6) সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটি হল –
[A] অমরকণ্টক
[B] পাচমারি
[C] ধূপগড়
[D] অগস্ত্যকুটম।
7) শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে –
[A] খাদার
[B] ভাঙ্গার
[C] ভাবর
[D] বেট।
8) ভারতে বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল –
[A] সর্দার সরোবর প্রকল্প
[B] হীরাকুঁদ প্রকল্প
[C] ভাকরা -নাঙ্গাল প্রকল্প
[D] কোনোটিই নয়।
9) গোদাবরী ও কৃস্না নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হল –
[A] কোলেরু
[B] পুলিকট
[C] চিল্কা
[D] ভেম্বনাদ।
10) গঙ্গা নদীর উৎস হল –
[A] যমুনেত্রী হিমবাহ
[B] জেমু হিমবাহ
[C] সিয়াচেন হিমবাহ
[D] গঙ্গোত্রী হিমবাহ।
11) ভারতের একটি লবনাক্ত হ্রদের উদাহরণ হল –
[A] প্যাংগং হ্রদ
[B] ভীমতাল
[C] ডাল হ্রদ
[D] লোকটাক হ্রদ।
12) ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পধতিতে সেটি হল –
[A] কূপ ও নলকূপ
[B] জলাশয়
[C] খাল
[D] ফোয়ারা।
13) ভারতে মৃত্তিকা সংরক্ষনের গৃহীত একটি পধতি হল –
[A] জলসেচ
[B] ঝুমচাষ
[C] ফালিচাষ
[D] পশুচারন।
ভারতের অর্থনৈতিক পরিবেশ MCQ
1) গম হল একটি –
[A] রবি শস্য
[B] খারিফ শস্য
[C] জায়িদ শস্য
[D] পানীয় শস্য।
2) ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল –
[A] পশ্চিমবঙ্গ
[B] উত্তরপ্রদেশ
[C] পাঞ্জাব
[D] অন্ধ্রপ্রদেশ।
3) ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল –
[A] মহারাষ্ট্র
[B] উত্তরপ্রদেশ
[C] বিহার
[D] পশ্চিমবঙ্গ।
4) সামুদ্রিক লবনাক্ত বাতাস প্রয়োজন হয় –
[A] ইক্ষু চাষে
[B] চা চাষে
[C] পাট চাষে
[D] কফি চাষে।
5) ইক্ষু গবেষণা কেন্দ্র –
[A] কটক
[B] লখ্নৌ
[C] যোধপুর
[D] দিল্লি ,
6) সিলিকন ভ্যালি হল –
[A] চেন্নাই
[B] বেঙ্গালুরু
[C] কলকাতা
[D] দিল্লি।
7) আরব সাগরের রানি বলা হয় –
[A] কোচিকে
[B] কান্ডালাকে
[C] গোয়াকে
[D] মুম্বাইকে।
8) ভারতে প্রথম মেট্রোরেল চালু হয় –
[A] কলকাতায়
[B] মুম্বাইতে
[C] দিল্লিতে
[D] চেন্নাইতে।
9) সোনালী চতুর্ভুজ প্রকল্পটি শুরু হয় –
[A] 2001
[B] 2010
[C] 2012
[D] 2015
মাধ্যমিক ভূগোলের অন্যান্য অধ্যায়গুলি:
► দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর
► উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র প্রশ্ন উত্তর
দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় SAQ
ভারতের প্রাকৃতিক পরিবেশ SAQ
উত্তরঃ শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকাকে বলে দুন। এগুলি হিমবাহ সৃষ্ট বিশাল আকৃতির হ্রদ যা পরবর্তীকালে নদীবাহিত নুড়ি ,পলি ,বালি দ্বারা ভরাট হয়েছে। উদাহরণ -দেরাদুন।
উত্তরঃ আরাবল্লি।
উত্তরঃ কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ব্যাকওয়াটারস বা কয়াল বলে।
উত্তরঃ খারদুংলা।
উত্তরঃ প্যাংগং
উত্তরঃপশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথ পলঘাট।
উত্তরঃ লুনি।
উত্তরঃভারতের উচ্চতম জলপ্রপাতটি হল কর্ণাটকের সরাবতী নদীর উপর যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত।
উত্তরঃ গোদাবরী।
উত্তরঃ ইন্দিরাগান্ধি সেচখাল।
উত্তরঃ রেগুর মাটি।
উত্তরঃগির অরণ্যে।
উত্তরঃ পশ্চিমবঙ্গে সুন্দরবন।
ভারতের অর্থনৈতিক পরিবেশ SAQ
উত্তরঃ পশ্চিমবঙ্গ।
উত্তরঃঅসম
উত্তরঃ গুজরাট।
উত্তরঃ জোয়ার ,বাজরা ,রাগি ,কোটকি ,কোরা ,হারাকা রাজগিরা প্রভৃতি ফসলকে একসঙ্গে মিলেট বলে।
উত্তরঃ পাটকে।
উত্তরঃ লখনৌতে।
উত্তরঃ Steel Authority Of India Limited.
উত্তরঃ দুর্গাপুরকে।
উত্তরঃ যেসব শিল্পে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি ও ইস্পাতের দ্রব্য উৎপন্ন হয় ,তাকে বলে ইঞ্জিনিয়ারিং শিল্প। এক্ষেত্রে আলপিন থেকে শুরু করে সমস্ত ভারী যন্ত্রপাতি তৈরি হয়।
উত্তরঃ সাগর সম্রাট হল ভাসমান তেলকূপ খননকারী জাহাজ।
উত্তরঃ উত্তরপ্রদেশ।
মাধ্যমিক ভূগোলের অন্যান্য অধ্যায়গুলি:
► দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর
► উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র প্রশ্ন উত্তর
Pingback: দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ