দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর, বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় অনুশীলনী, দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় সাজেশন, দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় বড় প্রশ্ন উত্তর, দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় MCQ, দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় SAQ, দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় PDF,বহির্জাত প্রক্রিয়া MCQ, দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর।
Table of Contents
দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
Bangla Shiksha : দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে। তোমরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে পারো, তাহলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই তোমাদের সুবিদার্থে আমরা মাধ্যমিক ভূগোলের প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করে অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) নিয়ে এসেছি।
শ্রেনীঃ | দশম শ্রেণী |
বিষয়ঃ | মাধ্যমিক ভূগোল |
অধ্যায়ঃ | বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ |
MCQ | ১৫টি |
SAQ | ১০টি |
Published By | বাংলা শিক্ষা |
দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় MCQ
1) যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে –
[A] আবহবিকার
[B] পর্যায়ন প্রক্রিয়া
[C] আন্তর্জাত প্রক্রিয়া
[D] পুঞ্জক্ষয় প্রক্রিয়া।
2)যে প্রক্রিয়ায় ভূ -পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়,তাকে বলে –
[A] আরোহণ প্রক্রিয়া
[B] অবরোহন প্রক্রিয়া
[C] আবহবিকার প্রক্রিয়া
[D] নগ্নীভবন প্রক্রিয়া
3)পর্যায়ন শক্তি বলে –
[A] বহির্জাত শক্তি
[B] অন্তর্জাত বল
[C] অপার্থিব বল
[D] কোনোটিই নয়
4) যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে –
[A] বহির্জাত প্রক্রিয়া
[B ]অন্তর্জাত প্রক্রিয়া
[C] গিরিজনি আলোড়ন
[D] মহিভাবক আলোড়ন
5) শুস্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় –
[A] ক্যানিয়ন
[B] ‘V’ আকৃতির উপত্যকা
[C] মন্থকূপ
[D] ধান্দ।
6) মন্থকূপ সৃষ্টি হয়।-
[A] নদীর ক্ষয়কার্যের ফলে
[B] বায়ুর ক্ষয়কার্যের ফলে
[C] হিমবাহের ক্ষয়কার্যের ফলে
[D] কোনোটিই নয়।
7) জলপ্রপাতের পাদদেশে গঠিত ভূমিরূপ হল –
[A] মন্থকূপ
[B] প্রপাতকুপ
[C] প্লায়া
[D] ওয়াদি।
8) লবনযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল –
[A] অবঘর্ষ ক্ষয়
[B] ঘর্ষণ ক্ষয়
[C] জলপ্রবাহ ক্ষয়
[D] দ্রবণ ক্ষয়।
9) পাখির পায়ের মত আকৃতির ব -দ্বীপ গঠিত হয়েছে –
[A] নীলনদের মোহানায়
[B] হোয়াংহোর মোহানায়
[C] সিন্ধুনদের মোহানায়
[D] মিসিসিপি -মিসৌরির মোহানায়
10) হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ হল –
[A] কেটেল
[B] রসে মতানে
[C] এসকার
[D] কোনোটিই নয়।
11) রসে মতানে সৃষ্টি হয় –
[A] বাতাসের
[B] নদীর
[C] হিমবাহের ক্ষয়ের ফলে
[D] কোনোটিই নয়।
12) পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে –
[A] নুনাটাক
[B] ক্রেভাস
[C] অ্যারেট
[D]সার্ক।
13) হিমবাহের উপরে সৃষ্ট ফাটলগুলিকে বলে –
[A] বার্গস্রুন্ড
[B] ক্রেভাস
[C] ফিয়র্ড
[D] এরিটি
14) মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় –
[A] ইয়ারদাং
[B] জুইগেন
[C] বালিয়াড়ি
[D] ইনসেলবার্জ
15)মোরগের ঝুটির মতো দেখতে ভূমিরূপটি হল –
[A] গৌর
[B] জিউগেন
[C] ইয়ারদাং
[D] ইনসেলবার্জ
মাধ্যমিক ভূগোলের অন্যান্য অধ্যায়গুলি:
► দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর
► উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র প্রশ্ন উত্তর
দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় SAQ
উত্তরঃ উচ্চগতিতে।
উত্তরঃ জলবিভাজিকা।
উত্তরঃ সমভূমি অঞ্চলে কম ঢালযুক্ত অংশে মন্থর গতিসম্পন্ন নদী বাধা অতিক্রম করে যে আঁকাবাঁকা গতিপথ সৃষ্টি করে তাকে মিয়েন্ডার বলে।
উত্তরঃ হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত উলটানো নৌকার মতো বা ডিম্ ভরতি ঝুড়ির ন্যায় দেখতে ড্রামলিনকে বলে ডিমের ঝুড়ি ভূমিরূপ।
উত্তরঃ ড্রামলিন
উত্তরঃ আলাস্কার হুবার্ড।
উত্তরঃ হিমবাহের শেষে বা প্রান্তভাগে অবস্থিত গ্রাবরেখাকে বলে প্রান্ত গ্রাবরেখা।
উত্তরঃ মরুভূমিতে একদিক থেকে বায়ুপ্রবাহের দ্বারা শিলাস্তূপ ক্ষয়ের ফলে একদিকে মসৃন ও ছুঁচোলো তল সৃষ্টি হয় তাকে ভেন্টিফ্যাক্ট বলে।
উত্তরঃ বায়ুর প্রবাহপথে অবস্থিত প্রতিবন্ধকতার কারণে মরুভূমিতে বালি জমে যে স্তূপের সৃষ্টি হয় তাকে বলে বালিয়াড়ি।
উত্তরঃ আর্গ।
মাধ্যমিক ভূগোলের অন্যান্য অধ্যায়গুলি:
► দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর
► উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র প্রশ্ন উত্তর
Pingback: দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | বায়ুমন্ডল MCQ
Pingback: দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | বারিমন্ডল প্রশ্ন উত্তর
Pingback: দশম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর | বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর
Pingback: দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর | ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ প্রশ্ন উত্তর
Pingback: উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র প্রশ্ন উত্তর | দশম শ্রেণীর ভূগোল ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্ত