দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর, বারিমন্ডল, দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় অনুশীলনী, দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় সাজেশন, দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর, দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় MCQ, দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় SAQ, দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় PDF, বারিমন্ডল MCQ, দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন ও উত্তর।
Table of Contents
দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
Bangla Shiksha : দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | বারিমন্ডল প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে। তোমরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে পারো, তাহলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই তোমাদের সুবিদার্থে আমরা মাধ্যমিক ভূগোলের প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করে অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) নিয়ে এসেছি।
শ্রেনীঃ | দশম শ্রেণী |
বিষয়ঃ | মাধ্যমিক ভূগোল |
অধ্যায়ঃ | বারিমন্ডল |
MCQ | 10টি |
SAQ | 8টি |
Published By | বাংলা শিক্ষা |
দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় MCQ
1) সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে –
[A] বায়ুপ্রবাহ
[B] পৃথিবীর পরিক্রমণ
[C] মগ্নচড়া
[D] সব কটিই প্রযোজ্য।
2) উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে –
[A] হিমপ্রাচীর
[B] হিমশৈল
[C] হিমানী সম্প্রপাত
[D] হিমগুল্ম।
3) শীতল ক্যালিফোর্নিয়া স্রোত দেখা যায় –
[A] প্রশান্ত মহাসাগরে
[B] ভারত মহাসাগরে
[C] কুমেরু মহাসাগরে
[D] আটলান্টিক মহাসাগরে
4) পেরু স্রোত দেখা যায় –
[A] প্রশান্ত মহাসাগরে
[B]ভারত মহাসাগরে
[C] আটলান্টিক মহাসাগরে
[D]সুমেরু মহাসাগরে
5) এল নিনোর প্রভাব দেখা যায় –
[A] আটলান্টিক মহাসাগরে
[B] প্রশান্ত মহাসাগরে
[C] ভারত মহাসাগরে
[D] সুমেরু মহাসাগরে
6) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে –
[A] ভরা কোটাল
[B] মরা জোয়ার
[C] পেরিজি জোয়ার
[D] অ্যাপোজি জোয়ার
7) মরা কোটাল হয় –
[A] অমাবস্যা তিথিতে
[B] পূর্ণিমা তিথিতে
[C] শুক্ল ও কৃশ্নপক্ষের অষ্টমী তিথিতে
[D] কোনোটিই নয়।
8) নিচের কোন নদীতে জোয়ার দেখা যায় না –
[A] অলকানন্দা
[B] টেমস
[C] হুগলী
[D] লাপ্লাটা।
9) মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোনে অবস্থান করে –
[A] 180°
[B] 360°
[C] 90°
[D] 120°
10) নদীতে বান ডাকা হয় যে সময়ে –
[A] ভরাকোটালের সময়
[B] মরাকোটালের সময়
[C] গৌণ জোয়ায়ের সময়
[D] কোনোটিই নয়।
মাধ্যমিক ভূগোলের অন্যান্য অধ্যায়গুলি:
► দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর
► উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র প্রশ্ন উত্তর
দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় SAQ
উত্তরঃ উষ্ণ ও শীতল দুটি ভিন্নধর্মী সমুদ্রস্রোতের মধ্যবর্তী স্থানে যে সুস্পষ্ট বিভাজন রেখা দেখা যায় ,তাকে বলে হিমপ্রাচীর।
উত্তরঃ সমুদ্রে ভাসমান বা আংশিক নিমজ্জিত বরফ যার 1ভাগ জলের উপরে থাকে আর 8ভাগ জলের নিচে থাকে ,তাকে হিমশৈল বলে।
উত্তরঃ নিমজ্জিতভাবে একস্থান থেকে অন্যস্থানে সমুদ্রের জলরাশি সারাবছর অনুভূমিকভাবে বাহিত হলে ,তাকে সমুদ্রস্রোত বলে।
উত্তরঃ খরা।
উত্তরঃ সমুদ্রে দুই বা ততোধিক স্রোতের চক্রাকার আবর্তনে মধ্যবর্তী অংশে স্থির প্রবাহহীন যে জালাবর্তের সৃষ্টি হয় ,সেখানে স্থির জলে শৈবালের বিকাশ ঘটে। এই স্থানটিকে বলে শৈবাল সাগর।
উত্তরঃ প্ল্যাংকটন।
উত্তরঃ ভরা জোয়ারের সময় সমুদ্রে যে প্রবল জলস্ফীতি ঘটে ,তাকে বলে বান ডাকা।
উত্তরঃ শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে।
মাধ্যমিক ভূগোলের অন্যান্য অধ্যায়গুলি:
► দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর
► উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র প্রশ্ন উত্তর
Pingback: দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ
Pingback: দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | বায়ুমন্ডল MCQ