শ্রেনীঃ | দশম শ্রেণী |
বিষয়ঃ | মাধ্যমিক ইতিহাস |
অধ্যায়ঃ | বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন |
MCQ | 12টি |
SAQ | 9টি |
Published By | বাংলা শিক্ষা |
দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর, বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন দশম শ্রেণী বড় প্রশ্ন উত্তর, দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় অনুশীলনী, দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় সাজেশন, দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় বড় প্রশ্ন উত্তর, দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় MCQ, দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় SAQ, দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় PDF।
Table of Contents
দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর
Bangla Shiksha : দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর | বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে। তোমরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে পারো, তাহলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই তোমাদের সুবিদার্থে আমরা মাধ্যমিক ইতিহাসের প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করে অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) নিয়ে এসেছি।
দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর MCQ
1) বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন হয়েছিল –
[A] ১৯০৪ খ্রিস্টাব্দে
[B] ১৯০৫ খ্রিস্টাব্দে
[C] ১৯০৬ খ্রিস্টাব্দে
[D] ১৯১১ খ্রিস্টাব্দে।
2) ‘নারী সত্যাগ্রহ সমিতি ‘প্রতিষ্ঠিত হয়েছিল –
[A] বঙ্গবঙ্গবিরোধী আন্দোলনের সময়
[B] অসহযোগ আন্দোলনের সময়
[C] আইন অমান্য আন্দোলনের সময়
[D] ভারত ছাড়ো আন্দোলনের সময়।
3) ‘নারী কর্ম মন্দির ‘প্রতিষ্ঠা করেছিল –
[A] উর্মিলা দেবী
[B] বাসন্তী দেবী
[C] কল্পনা দত্ত
[D] লীলা রায় (নাগ ).
4) মাতঙ্গিনী হাজরা ‘ভারত ছাড়ো ‘আন্দোলনে অংশগ্রহন করেছিলেন যে স্থানে –
[A] তমলুক
[B] সুতাহাটা
[C] বরিশাল
[D] পুরুলিয়া।
5) ‘দীপালি সংঘ ‘প্রতিষ্ঠা করেছিলেন –
[A]কল্পনা দত্ত
[B] লীলা নাগ (রায় )
[C] বাসন্তী দেবী
[D] বীণা দাস।
6) বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন –
[A] বীণা দাস
[B] কল্পনা দত্ত
[C] প্রীতিলতা ওয়াদ্দেদার
[D] সুনীতি চৌধুরি।
7) অ্যান্টি -সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন –
[A] শচীন্দ্র প্রসাদ বসু
[B] কৃষ্ণ কুমার মিত্র
[C] চিত্তরঞ্জন দাস
[D] আনন্দমোহন বসু।
8) ‘মাস্টারদা ‘নামে পরিচিত ছিলেন –
[A] বেণীমাধব দাস
[B] সূর্য সেন
[C] কৃষ্ণ কুমার মিত্র
[D] হেমচন্দ্র ঘোষ।
9) সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল –
[A] অনুশীলন সমিতি
[B] গদর দল
[C] ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
[D] বেঙ্গল ভলান্টিয়ার্স।
10) মাদ্রাজে ‘আত্মসম্মান আন্দোলন ‘শুরু করেন –
[A] রামস্বামী নাইকার
[B] নারায়নগুরু
[C] ভীমরাও আম্বেদকর
[D] গাঁন্ধীজি।
11) ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল –
[A] মালাবারে
[B] মাদ্রাজে
[C] মহারাষ্ট্রে
[D] গোদাবরী উপত্যকায়।
12) দলিতদের ‘হরিজন ‘আখ্যা দিয়েছিলেন –
[A] জ্যোতিরাও ফুলে
[B] নারায়নগুরু
[C] গান্ধিজি
[D] ড : আম্বেদকর
মাধ্যমিক ইতিহাসের অন্যান্য অধ্যায়গুলি:
► দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর
দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর SAQ
উত্তর সরোজিনী নাইডু।
উত্তরঃ ১৯৩০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ আগস্ট।
উত্তরঃ মাতঙ্গিনী হাজরা।
উত্তরঃ ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে।
উত্তরঃ লীলা নাগ (রায় ).
উত্তরঃ প্রীতিলতা ওয়াদ্দেদার।
উত্তরঃ সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
উত্তরঃ সূর্য সেন।
উত্তরঃ গান্ধীজী এবং আম্বেদকরের মধ্যে।
উত্তরঃ হরিচাঁদ ঠাকুর।
মাধ্যমিক ইতিহাসের অন্যান্য অধ্যায়গুলি:
► দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর