দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর, বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বড় প্রশ্ন উত্তর, বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন MCQ, দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় অনুশীলনী, দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় সাজেশন, দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় বড় প্রশ্ন উত্তর, দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় MCQ, দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় SAQ, দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় PDF।
Table of Contents
দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর
Bangla Shiksha : দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর | বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে। তোমরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে পারো, তাহলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই তোমাদের সুবিদার্থে আমরা মাধ্যমিক ইতিহাসের প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করে অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) নিয়ে এসেছি।
শ্রেনীঃ | দশম শ্রেণী |
বিষয়ঃ | মাধ্যমিক ইতিহাস |
অধ্যায়ঃ | বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন |
MCQ | 12টি |
SAQ | 9টি |
Published By | বাংলা শিক্ষা |
দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর MCQ
1. বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল –
[A] বাংলার কৃষক শ্রেণী
[B] মধ্যবিত্ত শ্রেণী
[C] জমিদার শ্রেণী
[D] ছাত্রসমাজ।
2) বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন –
[A] বিহারে
[B] যুক্তপ্রদেশে
[C] রাজস্থানে
[D] মহারাষ্ট্রে।
3) মোপালা বিদ্রোহ (১৯২১খ্রি ) হয়েছিল –
[A] মালাবার উপকূলে
[B] কোঙ্কন উপকূলে
[C] গোদাবরী উপত্যকায়
[D] তেলেঙ্গানা অঞ্চলে।
4) রাম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় –
[A] মালাবার অঞ্চলে
[B] কোঙ্কন উপকূলে
[C] উড়িষ্যায়
[D] গোদাবরী উপত্যকায়।
5) ‘দেশপ্রাণ ‘নামে পরিচিত ছিলেন –
[A] সতীশচন্দ্র সামন্ত
[B] অশ্বিনীকুমার দত্ত
[C] বীরেন্দ্রনাথ শাসমল
[D] যতীন্দ্রমোহন সেনগুপ্ত।
6) সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন –
[A] এন জি রঙ্গ
[B] স্বামী সহজানন্দ
[C] বাবা রামচন্দ্র
[D] লালা লাজপত রায়।
7) ‘একা ‘আন্দোলনের নেতা ছিলেন –
[A] মাদারী পাসি
[B] ড,আম্বেদকর
[C] মহাত্মাগান্ধী
[D] বাবা রামচন্দ্র।
8) বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল –
[A] বোম্বাই -এ
[B] পাঞ্জাবে
[C] মাদ্রাজে
[D] গুজরাটে।
9) ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি ‘যুক্ত ছিল –
[A] রাওলাট সত্যাগ্রহে
[B] অসহযোগ আন্দোলনে
[C] বারদৌলি সত্যাগ্রহে
[D] সাইমন কমিশনবিরোধী আন্দোলনে।
10) কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল –
[A] কলকাতায়
[B] দিল্লিতে
[C] বোম্বাইতে
[D] মাদ্রাজে।
11) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল –
[A] ১৯১৭ খ্রিস্টাব্দে
[B] ১৯২০ খ্রিস্টাব্দে
[C] ১৯২৭ খ্রিস্টাব্দে
[D] ১৯২৯ খ্রিস্টাব্দে।
12) ‘মিরাট ষড়যন্ত্র মামলা ‘(১৯২৯খ্রি ) হয়েছিল –
[A] জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে
[B] বিপ্লবীদের বিরুদ্ধে
[C] শ্রমিক নেতাদের বিরুদ্ধে
[D] কৃষক নেতাদের বিরুদ্ধে।
মাধ্যমিক ইতিহাসের অন্যান্য অধ্যায়গুলি:
► দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর
দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর SAQ
উত্তরঃ দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের মুসলমান কৃষক সম্প্রদায়।
উত্তরঃ বল্লভভাই প্যাটেল।
উত্তরঃ ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ আগস্ট।
উত্তরঃ ১৯৪৬ খ্রিস্টাব্দে।
উত্তরঃ বোম্বাইতে।
উত্তরঃ ১৯২৩ খ্রিস্টাব্দের ১ মে মাদ্রাজে।
উত্তরঃ ১৯২৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ সুভাষচন্দ্র বসু।
উত্তরঃ ১৯৩৯ খ্রিস্টাব্দে।
মাধ্যমিক ইতিহাসের অন্যান্য অধ্যায়গুলি:
► দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর
► দশম শ্রেণীর ইতিহাস অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর