অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর 2022, মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর, অভিব্যক্তি ও অভিযোজন সাজেশন, অভিব্যক্তি ও অভিযোজন বড় প্রশ্ন, অভিব্যক্তি ও অভিযোজন MCQ, অভিব্যক্তি ও অভিযোজন SAQ, Madhyamik Life Science MCQ Qurestions, অভিব্যক্তি ও অভিযোজন রোগ ক্লাস টেন।
Table of Contents
অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর
Bangla Shiksha : অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর MCQ & SAQ 2022 | মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে। তোমরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে পারো, তাহলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই তোমাদের সুবিদার্থে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান -এর প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করে অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) নিয়ে এসেছি।
শ্রেনীঃ | দশম শ্রেণী |
বিষয়ঃ | মাধ্যমিক জীবনবিজ্ঞান |
অধ্যায়ঃ | অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর |
MCQ | 23টি |
SAQ | 23টি |
Published By | বাংলা শিক্ষা |
অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর MCQ
অভিব্যক্তি MCQ
1) বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন –
[A] সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ
[B] সমুদ্রের জলে ঠান্ডা ঘন স্যুপ
[C] নদীর জলে ঠান্ডা ঘন স্যুপ
[D] মাটির তলার জলে তপ্ত ঘন স্যুপ।
2) মিলার ও উরে তাদের পরীক্ষার প্রাণ সৃষ্টির কতকগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। সেগুলার মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তা সনাক্ত করো –
[A] ল্যাকটিক অ্যাসিড ,অ্যাসেটিক অ্যাসিড
[B] ইউরিয়া ,অ্যাডেনিন
[C] গ্লাইসিন ,অ্যালানিন
[D] ফরমিক অ্যাসিড ,অ্যাসিটিক অ্যাসিড।
3)নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম –
[A] শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম
[B] ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম
[C] পুকুরে রুই,মাছদের মধ্যে সংগ্রাম
[D] বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম।
4) নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা সনাক্ত করো ?
[A] মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছদের মধ্যে সংগ্রাম
[B] ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম
[C] একই জায়গার ঘাস খাওয়ার জন্য একদল হরিণদের মধ্যে সংগ্রাম
[D] হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘদের মধ্যে সংগ্রাম।
5) ‘অস্তিত্বের জন্য সংগ্রাম’ কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন ?
[A] ডারউইন
[B] ল্যামার্ক
[C] মেন্ডেল
[D] ওয়াইসম্যান।
6) ল্যামার্কের তত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরুপন করো –
[A] অস্তিত্বের জন্য সংগ্রাম
[B] প্রকরণের উৎপত্তি
[C] অর্জিত গুনের বংশানুসরন
[D] প্রাকৃতিক নির্বাচন।
7) ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম –
[A] ইকুয়াস
[B] মেসোহিপ্পাস
[C] ইওহিপ্পাস
[D] মেরিচিপ্পাস।
8) নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটে নি –
[A] পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি
[B] পায়ের সব কটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
[C] পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
[D] সমগ্র দেহের আকার বৃদ্ধি।
9) তিমির ফ্লিপার ও পাখির ডানা হল –
[A] সমবৃত্তিয় অঙ্গ
[B] নিষ্ক্রিয় অঙ্গ
[C] সমসংস্থ অঙ্গ
[D] প্রতিস্থাপিত অঙ্গ।
10) সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হলো –
[A] উৎপত্তিগতভাবে ভিন্ন এবং কাজ -ও ভিন্ন
[B] উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই
[C] অপসারী বিবর্তনকে নির্দেশ করে
[D] উৎপত্তিগত ও গঠনগতভাবে এক।
11) পাখির ডানা ও প্রজাপতির ডানা হল –
[A] সমবৃত্তীয় অঙ্গ
[B] নিষ্ক্রিয় অঙ্গ
[C] সমসংস্থ অঙ্গ
[D] প্রতিস্থাপিত অঙ্গ।
12) মানবদেহের যে অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে বিবেচিত হয় ,সেটি হল –
[A] পাকস্থলী
[B] কোলন
[C] অ্যাপেনডিক্স
[D] মলাশয়।
অভিযোজন MCQ
1) ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয় –
[A] বাষ্পমোচন রোধ করতে
[B] বাষ্পমোচনের হার বৃদ্ধি করতে
[C] সালোকসংশ্লেষ করার জন্য
[D] শ্বসন হার হ্রাস করতে।
2) পর্নকান্ড হল একটি –
[A] পরিবর্তিত পাতা
[B] রূপান্তরিত কান্ড
[C] পাতা বা কান্ড কোনোটিই নয়
[D] পরিবর্তিত বৃন্ত।
3) পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা হল –
[A] 6 টি
[B] 7 টি
[C] 8 টি
[D] 9 টি
4) পেকটিন থাকে –
[A] তিমির চোখে
[B] মাছের চোখে
[C] পায়রার চোখে
[D] উটের চোখে
5) যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না ,তা হল –
[A] জরায়ুজ অঙ্কুরোদ্গম
[B] বীজযুক্ত ফল
[C] পুরু কিউটিকলযুক্ত পাতা
[D] শ্বাসমূল।
6) যে স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত কনিকায় নিউক্লিয়াস থাকে ,তা হল –
[A] উট
[B] বেবুন
[C] ওরাং ওটাং
[D] জিরাফ।
7) উটের দেহকোষে জল সরবরাহ হয় –
[A] পাকস্থলী থেকে
[B] চামড়ার নিচের চর্বি থেকে
[C] কুঁজের চর্বি থেকে
[D] মূত্রাশয় থেকে।
8) উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারন –
[A] লম্বাটে RBC
[B] মল -মূত্রে জলের পরিমান কম
[C] দেহে প্রচুর ঘর্মগ্রন্থি উপস্থিত
[D] কুঁজে জল সঞ্চিত থাকে।
9) নীচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য্ সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো —
[A] শিম্পাঞ্জি
[B] আরশোলা
[C] ময়ূর
[D] মৌমাছি
10) নীচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো —
[A] প্রজনন সঙ্গী খোঁজা
[B] অন্যান্য শ্রমিক মমচিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো
[C] নতুন মৌচাকের স্থান নির্বাচন করা
[D] সম্ভাব্য শত্রুর আক্রমন এড়ানো
11) মৌমাছির ওয়াগটেল নৃত্যের মহড়া দেখতে কেমন —
[A] S-আকৃতির
[B] J-আকৃতির
[C] 9-আকৃতির
[D] 8-আকৃতির
অভিব্যক্তি ও অভিযোজন প্রশ্ন উত্তর SAQ
অভিব্যক্তি SAQ
উত্তরঃ হারবার্ট স্পেনসার।
উত্তরঃ অ্যামাইনো অ্যাসিড থেকে সৃষ্ট দ্বিস্তরীয় আবরণবিশিষ্ট প্রোটিনয়েড অণুগুলি হল মাইক্রোস্ফিয়ার।
উত্তরঃ ল্যামার্ক।
উত্তরঃ অস্তিত্বের জন্য সংগ্রাম।
উত্তরঃ চার্লস ডারউইন।
উত্তরঃ ইওহিপ্পাস।
উত্তরঃ উচ্চতা বৃদ্ধি।
উত্তরঃ গিঙ্গ বাইলোবা ,ইকুইজিটাম।
উত্তরঃ আর্কিওপটেরিক্স।
উত্তরঃ অপসারি বিবর্তন।
উত্তরঃ বাদুড়ের ডানা।
উত্তরঃ বৃহদন্ত্রের সিকাম।
উত্তরঃ কচ্ছপ।
অভিযোজন SAQ
উত্তরঃ জল সংরক্ষন।
উত্তরঃ নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়।
উত্তরঃ লেবিও রোহিতা।
উত্তরঃ পটকা।
উত্তরঃ সুন্দরী গাছের কাণ্ডের ত্বক পুরু কিউটিকলযুক্ত হয় এবং রোম ও মোমজাতীয় পদার্থের আস্তরণযুক্ত হয়।
উত্তরঃ সুন্দরী গাছ।
উত্তরঃ শারীরবৃত্তিয় শুষ্ক মৃত্তিকায়।
উত্তরঃ লবণাম্বু উদ্ভিদের শ্বাসকার্যে নিউটমাটোফোর সাহায্য করে।
উত্তরঃ চর্বি বা ফ্যাট।
উত্তরঃ শিম্পাজিরা হাতুড়ি নেহাইয়ের মতো কাঠের টুকরো ব্যবহার করে বাদামের খোলা ভেঙ্গে খায়।