দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর 2022, মাধ্যমিক জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় সাজেশন, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় বড় প্রশ্ন, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় MCQ, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় SAQ, Madhyamik Life Science MCQ Qurestions, দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় ক্লাস টেন।
Table of Contents
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর
Bangla Shiksha : পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর MCQ & SAQ 2022 | মাধ্যমিক জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে। তোমরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে পারো, তাহলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই তোমাদের সুবিদার্থে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান -এর প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করে অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) নিয়ে এসেছি।
শ্রেনীঃ | দশম শ্রেণী |
বিষয়ঃ | মাধ্যমিক জীবনবিজ্ঞান |
অধ্যায়ঃ | পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ প্রশ্ন উত্তর |
MCQ | 34টি |
SAQ | 29টি |
Published By | বাংলা শিক্ষা |
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর MCQ
নাইট্রোজেন চক্র MCQ
1) মাটিতে বসবাসকারী এবং নাইট্রোজেন সংবন্ধনকারী একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হল –
[A] ডায়াটম
[B] ক্লস্ট্রিডিয়াম
[C] অ্যানাবিনা
[D] নষ্টক
2) শিম্বগোত্রীয় উদ্ভিদের (মটর গাছের) মূলে বসবাসকারী ব্যাকটেরিয়া হল —
[A] Rhizobium sp.
[B] Azotobactor sp.
[C] Clostridium sp.
[D] Bacillus sp.
3) নাইট্রোজেন স্থিতিকারী শৈবালটি হল —
[A] ভলভক্স
[B] স্পাইরোগাইরা
[C] ক্ল্যামাইডোমোনাস
[D] অ্যানাবিনা
4) লেগ হিমোগ্লোবিন যে ব্যাকটেরিয়ার কাজে সাহায্য করে সেটি —
[A] রাইজোবিয়াম
[B] ক্লস্ট্রিডিয়াম
[C] অ্যাজেটোব্যাকটর
[D] সিউডোমোনাস
5) লেগ হিমোগ্লোবিন নাইট্রোজেন চক্রের নীচের কোন ধাপের সাথে যুক্ত —
[A] নাইট্রোজেন আবদ্ধকরণ
[B] নাইট্রিফিকেশন
[C] ডি নাইট্রিফিকেশন
[D] অ্যামোনিফিকেশন
6) লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে?
[A] শিম্বগোত্রীয় উদ্ভিদের মুলে
[B] ছত্রাকের দেহে
[C] সাধারণ উদ্ভিদের মুলে
[D] ব্যাকটেরিয়ার দেহে
7) নীচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহন করে?
[A] নাইট্রোসোমোনাস
[B] থায়োব্যাসিলাস
[C] অ্যাজোটোব্যাকটর
[D] সিউডোমোনাস
8) নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে বলে —
[A] নাইট্রিফিকেশন
[B] অ্যামোনিফিকেশন
[C] ডি নাইট্রিফিকেশন
[D] সিমবায়োসিস
9) সিউডোমোনাস ও থায়োব্যাসিলাস হল —
[A] নাইট্রিফাইং ব্যাকটেরিয়া
[B] অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া
[C] ডি-নাইট্রিফাইং ব্যাকটেরিয়া
[D] উপরের কোনোটিই নয়
10) সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নীচের কোন ধাপের সঙ্গে যুক্ত —
[A] নাইট্রোজেন আবদ্ধকরণ
[B] নাইট্রিফিকেশন
[C] ডি-নাইট্রিফিকেশন
[D] অ্যামোনিফিকেশন
পরিবেশ দূষণ MCQ
1) বায়ুতে কোন গ্যাসটির পরিমান বেশি?
[A] O2
[B] N2
[C] CO2
[D] SO2
2) CFC -এর প্রধান উৎস হল —
[A] জীবাশ্ম জ্বালানি
[B] শীততাপ নিয়ন্ত্রিত কারখানা
[C] কীটনাশক
[D] অম্লবৃষ্টি
3) গ্লোবাল ওয়ার্মিং -এর প্রধান কারণ —
[A] মাটিদূষণ
[B] শব্দদূষণ
[C] বায়ুদূষণ
[D] জলদূষণ
4) নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?
[A] N2O
[B] CO2
[C] SO2
[D] CH4
5) ভূগর্ভস্থ জল দূষিত হওয়ার জন্য দায়ী —
[A] ক্যাডমিয়াম
[B] ক্লোরিন
[C] আর্সেনিক
[D] পারদ
6) BOD বেশি হলে বুঝতে হবে —
[A] জল বিশুদ্ধ
[B] জল দূষিত
[C] জল স্বচ্ছ
[D] জলে CO2 কম
7) টাইফয়েড হয় —
[A] জলদূষণের ফলে
[B] বায়ুদূষণের ফলে
[C] শব্দদূষণের ফলে
[D] সবকটিই
8) পারদ দূষণের ফলে —
[A] ইটাই ইটাই
[B] মিনামাটা
[C] হেপাটাইটিস
[D] ফ্লুরোসিস
9) নীচের কোনটি পরিবেশ দীর্ঘসময় থাকলে তার জীববিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো —
[A] খবরের কাগজ
[B] জীবজন্তুর মলমূত্র
[C] পচা পাতা
[D] ক্লোরিনযুক্ত কীটনাশক
10) DDT প্রয়োগের ফলে দূষিত হয় —
[A] বায়ু
[B] জল ও মাটি
[C] জল, বায়ু ও মাটি
[D] মাটি
পরিবেশ এবং মানব জনসমষ্টি MCQ
1) একক সময়ে যে সংখ্যার নতুন সদস্য জননের মাধ্যমে পপুলেশনে যুক্ত হয়, তাকে বলে —
[A] ন্যাটালিটি
[B] মর্টালিটি
[C] ডেমোগ্রাফি
[D] কোনোটিই নয়
2) বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হল —
[A] ডায়েরিয়া, টাইফয়েড, হেপাটাইটিস
[B] হেপাটাইটিস, ব্রংকাইটিস, বধিরতা
[C] ব্রংকাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার
[D] ফুসফুসের, ক্যান্সার, পোলিও, ম্যালেরিয়া
3) অ্যাজমা রোগের কারণ —
[A] ধূলিকণা
[B] তেজস্ক্রিয় পদার্থ
[C] N2গ্যাস
[D] SO2
4) হাঁপানির জন্য দায়ী —
[A] হিস্টামিন
[B] প্রোস্টাগ্ল্যান্ডিন
[C] লিউকোট্রিন
[D] সবকটি
5) ব্রংকাইটিস হল –
[A] মস্তিষ্কের রোগ
[B] হৃৎপিণ্ডের রোগ
[C] যকৃতের রোগ
[D] ফুসফুসের রোগ
6) বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়?
[A] 5 মে
[B] 4 ফেব্রুয়ারী
[C] 11 জুলাই
[D] 13 জুন
7) তামাক চিবোলে হতে পারে –
[A] মাড়ির ক্যান্সার
[B] কলেরা
[C] ব্রংকাইটিস
[D] অ্যাজমা
জীব বৈচিত্র্য ও সংরক্ষন MCQ
1) সুন্দালান্ড জববৈচিত্র্য হটস্পটের অবস্থান হল —
[A] উত্তর-পূর্ব ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশ
[B] আন্দামান-নিকোবর, সুমাত্রা এবং জাভা দ্বীপ অঞ্চল
[C] ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকাপাহাড়ি অঞ্চল
[D] সিকিম দার্জিলিং এবং তরাই অঞ্চল
2) পূর্ব-হিমালয় জীববৈচিত্র হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল –
[A] লায়ন টেন্ড ম্যাকাক
[B] ওরাংওটাং
[C] রেড পান্ডা
[D] নীলগিরি থর
3) নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো —
[A] বন্দিপুর
[B] সিমলিপাল
[C] সুন্দরবন
[D] কানহা
4) সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হল —
[A] বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন
[B] বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ
[C] অতিব্যবহার
[D] দূষণ
5) অসমের কাজিরাঙা হল একটি —
[A] জাতীয় উদ্যান
[B] বায়োস্ফিয়ার রিজার্ভ
[C] অভয়ারণ্য
[D] সংরক্ষিত বন
6) নীচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো —
[A] বাস্তুতন্ত্র সংরক্ষনের সাথে স্থানীয মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষন করা হয়।
[B] জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়।
[C] বাস্তুতন্ত্র সংরক্ষনে স্থানীয় মেন্যুর উপস্থিতি এবং অংশগ্রহন অনুমোদিত নয়
[D] এর আকার সাধারণত একটি অভয়ারণ্যের থেকে ছোটো হয়।
7) নীচের কোন সজ্জাটি গুরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী —এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করেও —
[A] বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান
[B] জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য
[C] জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ
[D] অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর SAQ
নাইট্রোজেন চক্র SAQ
উত্তরঃ রাইজোবিয়াম।
উত্তরঃ অ্যাজোটোব্যাকটর (বায়ুজীবী) ও ক্লস্ট্রিডিয়াম (অবায়ুজীবী)।
উত্তরঃ নষ্টক (স্বাধীনজীবী জীবাণু), রাইজোবিয়াম (মিথোজীবী জীবাণু) ইত্যাদি।
উত্তরঃ নাইট্রেট ও নাইট্রাইট লবন।
উত্তরঃ প্রোটিন।
উত্তরঃ নাইট্রোব্যাকটর ও নাইট্রোসোমোনাস।
উত্তরঃ ইউরিয়া।
পরিবেশ দূষণ SAQ
উত্তরঃ আলোকের উপস্থিতিতে হাইড্রোকার্বন নাইট্রোজেন অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট (PAN) তৈরী করে যা একপ্রকার বায়ুদূষক।
উত্তরঃ বায়ুদূষণ।
উত্তরঃ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ।
উত্তরঃ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড।
উত্তরঃ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড।
উত্তরঃ আর্সেনিক।
উত্তরঃ ডিসলেক্সিয়া।
উত্তরঃ জলদূষণ।
পরিবেশ এবং মানব জনসমষ্টি SAQ
উত্তরঃ কার্বন ডাইঅক্সাইড।
উত্তরঃ আজমা।
উত্তরঃ ব্রংকাইটিস।
উত্তরঃ কারসিনোজেনিক পদার্থ।
উত্তরঃ অঙ্কোজিন।
উত্তরঃ UV রশ্মি।
জীব বৈচিত্র্য ও সংরক্ষন SAQ
উত্তরঃ 2003 সালে।
উত্তরঃ বিশ্ব উষ্ণায়ণের ফলে সমুদ্রের ক্রমাগত আগ্রাসন।
উত্তরঃ জিম করবেট জাতীয় উদ্যান।
উত্তরঃ একশৃঙ্গ গন্ডার।
উত্তরঃ জলদাপাড়া ও গোরুমারা।
উত্তরঃ JFM
উত্তরঃ বায়োস্ফিয়ার রিজার্ভ।
উত্তরঃ রেড পান্ডা।