জীবনের প্রবাহমানতা প্রশ্ন উত্তর 2022, মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর, জীবনের প্রবাহমানতা সাজেশন, জীবনের প্রবাহমানতা বড় প্রশ্ন, জীবনের প্রবাহমানতা MCQ, জীবনের প্রবাহমানতা SAQ, Madhyamik Life Science MCQ Qurestions, জীবনের প্রবাহমানতা ক্লাস টেন।
Table of Contents
জীবনের প্রবাহমানতা প্রশ্ন উত্তর 2022
Bangla Shiksha : জীবনের প্রবাহমানতা প্রশ্ন উত্তর 2022 | মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে। তোমরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে পারো, তাহলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই তোমাদের সুবিদার্থে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান -এর প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করে অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) নিয়ে এসেছি।
শ্রেনীঃ | দশম শ্রেণী |
বিষয়ঃ | মাধ্যমিক জীবনবিজ্ঞান |
অধ্যায়ঃ | জীবনের প্রবাহমানতা |
MCQ | 38টি |
SAQ | 41টি |
Published By | বাংলা শিক্ষা |
জীবনের প্রবাহমানতা MCQ
কোশ বিভাজন এবং কোশ চক্র MCQ
1) অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্টটি সনাক্ত করো –
[A] যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে
[B] এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়
[C] ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়
[D] ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না।
2) হ্রাস বিভাজনের গুরুত্ব হল –
[A] ক্ষয়পূরণ
[B] বৃদ্ধি ও বিকাশ
[C] ধ্রুবক ক্রোমোজোম সংখ্যা
[D] সম বৈশিষ্ট্য সৃষ্টি।
3) নিচের কোনটি DNA -এর গঠনগত উপাদান নয় –
[A] ডি -অক্সিরাইবোজ শর্করা
[B] ইউরাসিল ক্ষারক
[C] থাইমিন ক্ষারক
[D] ফসফরিক অ্যাসিড।
4) মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরুপন করো –
[A] দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়
[B] জীবের জনন -অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়
[C] বংশগত প্রকরণবাহী হ্যাপলয়েড গ্যামেট উৎপাদন করে
[D] কোনো কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে।
5) মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায় –
[A] অ্যানাফেজ
[B] প্রোফেজ
[C] মেটাফেজ
[D] টেলোফেজ।
6) মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিও পর্দার পুনরাবির্ভাব ঘটে –
[A] টেলোফেজ
[B] মেটাফেজ
[C] প্রোফেজ
[D] অ্যানাফেজ।
7) মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি বিভাজন মাকুর নিরক্ষীয় তলে সজ্জিত থাকে –
[A] প্রোফেজ
[B] মেটাফেজ
[C] অ্যানাফেজ
[D] টেলোফেজ।
8) তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে। দশাটি হল –
[A] প্রোফেজ
[B] টেলোফেজ
[C] অ্যানাফেজ
[D] মেটাফেজ।
9) DNA অণুর গুয়ানিন -এর পরিপূরক ক্ষার মূলকটি হল –
[A] অ্যাডেনিন
[B] সাইটোসিন
[C] থাইমিন
[D] ইউরাসিল।
10) মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম গণনা করা যায় তা হল –
[A] প্রোফেজ
[B] মেটাফেজ
[C] অ্যানাফেজ
[D] টেলোফেজ।
11) মানবদেহের মাইটোসিস কোষবিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজোম ‘ক’-টি DNA অণু কুন্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো –
[A] 46
[B] 1
[C] 23
[D] অসংখ্য
জনন MCQ
1) সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখো –
[A] বহুবিভাজন -হাইড্রা
[B] খণ্ডীভবন -স্পাইরোগাইরা
[C] পুনরুৎপাদন -ফার্ন
[D] কোরকদ্গম -প্ল্যানেরিয়া।
2) সবচেয়ে উন্নত কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিটি হল –
[A] শাখাকলম
[B] জোড়াকলম
[C] গুটিকলম
[D] দাবাকলম।
3) নিষেক ব্যতীত স্ত্রী জননকোশ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে অপত্য জীবের সৃষ্টি হয় ?
[A] মৌমাছি
[B] ব্যাঙ
[C] আম গাছ
[D] পায়রা।
4) অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল –
[A] ব্যাঙ
[B] পাখি
[C] অ্যামিবা
[D] কেঁচো।
5) সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদটিতে তা হল –
[A] মস (পোগনেটাম )
[B] আম গাছ
[C] জবা গাছ
[D] পাইন গাছ।
6) মানুষের প্রতিটি দেহকোশে অটোজোমের সংখ্যা –
[A] ৪৬
[B] ৪৪
[C] ২৩
[D] ২২
7) যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক –
[A] যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য
[B] যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর
[C] যৌন জননে একটিমাত্র জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে
[D] যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিতৃ জীবের মতো হয়।
8) যে প্রাণীটি অপুংজনি বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ার উৎপন্ন হয় তা হল –
[A] রানী মৌমাছি
[B] শ্রমিক মৌমাছি
[C] পুরুষ মৌমাছি বা ড্রোন
[D] সকল প্রকার মৌমাছি।
সপুষ্পক উদ্ভিদের যৌন জনন MCQ
1) বাহকের প্রয়োজন হয় –
[A] স্বপরাগযোগ
[B] ইতর পরাগযোগ
[C] স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ উভয়ই
[D] কোনোটিই নয়।
2) কোনটি বাদুড় পরাগী উদ্ভিদ ?
[A] ঘাস
[B] পলাশ
[C] কচু
[D] কদম।
3) নিম্নলিখিত কোনটির ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো –
[A]একই গাছের একটি ফুলের মধ্যে ঘটে
[B] বাহকের প্রয়োজন হয় না
[C] নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে
[D] পরাগরেণুর অপচয় বেশি হয়।
4) রাতে ফোটে এমন একটি ফুল হল –
[A] হাসনুহানা
[B] জবা
[C] শিমুল
[D] আম।
5) ফুলের যে বিশেষ অঙ্গের মধ্যে পরাগরেণুথাকে তা হল –
[A] পুংদন্ড
[B] গর্ভদন্ড
[C] পরাগধানী
[D] গর্ভাশয়।
6) পিঁপড়ের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে –
[A] পাতাশ্যাওলা
[B] শিমুল
[C] পলাশ
[D] আম উদ্ভিদে।
7) নিষেকের পর ফুলের ডিম্বাশয় গঠন করে –
[A] ফল
[B] বীজ
[C] বীজত্বক
[D] শস্য।
8) ডিম্বকযুক্ত ডিম্বাশয় দেখা যায় –
[A] আনারস
[B] কলা
[C] লেবু
[D] লিচু।
9) সপুষ্পক উদ্ভিদের শস্য হল –
[A] n
[B] 2n
[C] 3n
[D] 4n
10) দ্বিনিষেক প্রক্রিয়ার দ্বারা উৎপন্ন হয় –
[A] বীজ
[B] শস্য
[C] ফুল
[D] রেনু।
বৃদ্ধি ও বিকাশ MCQ
1) বুদ্ধিতে কোন প্রকার কোশ বিভাজন ঘটে –
[A] অ্যামাইটোসিস
[B] মাইটোসিস
[C] সাইটোকাইনেসিস
[D] মিয়োসিস।
2) নিম্নলিখিত কোনটি বৃদ্ধির দশা নয় –
[A] কোশবিভাজন
[B] কোশের আকার বৃদ্ধি
[C] কোশীয় সংশ্লেষ
[D] কোশের বিভেদন।
3) মানুষের বৃদ্ধির মুখ্য বৃদ্ধিকাল হল –
[A] শৈশবকাল
[B] কৈশোর দশা
[C] বয়ঃসন্ধিকাল
[D] প্রাপ্তবয়স্ক।
4) যে বয়সকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় –
[A] শৈশবকাল
[B] বয়ঃসন্ধিকাল
[C] যৌবনকাল
[D] বার্ধক্যকাল।
5) মানব ভ্রূণ বিকশিত হতে সময় লাগে –
[A] 140 দিন
[B] 280 দিন
[C] 360 দিন
[D] 200 দিন।
6) বিকাশের সর্বশেষ দশাটি হল –
[A] বয়ঃসন্ধি
[B] বার্ধক্য
[C] পরিণত দশা
[D] প্রাক -বার্ধক্য দশা।
7) পরিস্ফুটন বৃদ্ধির ওপর –
[A] নির্ভরশীল
[B] নির্ভরশীল নয়
[C] উভয়ই
[D] কোনোটি নয়।
8) বৃদ্ধির একটি অভ্যন্তরীন শর্ত হল –
[A] উষ্ণতা
[B] জল
[C] আলো
[D] হরমোন।
9) নিয়ত বৃদ্ধি দেখা যায় –
[A] লবণাম্বু উদ্ভিদে
[B] মরু উদ্ভিদে
[C] ঔষধি গাছে
[D] কোনোটিই নয়।
জীবনের প্রবাহমানতা SAQ
কোশ বিভাজন এবং কোশ চক্র SAQ
উত্তরঃ DNA সংশ্লেষ।
উত্তরঃ মাইকোপ্লাজমা।
উত্তরঃ নিউক্লিয়াসকে।
উত্তরঃ ওয়ালডেয়ার।
উত্তরঃ মাইটোসিস বিভাজন।
উত্তরঃ ডি -অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।
উত্তরঃ অ্যানাফেজ দশায়।
উত্তরঃ অ্যামাইটোসিস কোশ বিভাজন।
উত্তরঃ উদ্ভিদ কোশে কোশ্পাত গঠনের মাধ্যমে প্রাণী কোশে ক্লিভেজ সৃষ্টির মাধ্যমে।
উত্তরঃ সেন্ট্রোমিয়ার।
উত্তরঃ অ্যানাফেজ দশায়।
উত্তরঃ হৃৎপেশি কোশ ‘স্নায়ুকোশ।
জনন SAQ
উত্তরঃ রেণু।
উত্তরঃ অযৌন জনন।
উত্তরঃ প্রাকৃতিক অঙ্গজ জনন।
উত্তরঃ পত্রজ মুকুল।
উত্তরঃ গ্যামেট।
উত্তরঃ হাইড্রা।
উত্তরঃ কচুরিপানা।
উত্তরঃ কাক্ষিক মুকুল।
উত্তরঃ শাখাকলম।
উত্তরঃ X ও Y.
সপুষ্পক উদ্ভিদের যৌন জনন SAQ
উত্তরঃ জবা ফুল।
উত্তরঃ অপরাজিতা।
উত্তরঃ জবা ফুল।
উত্তরঃ মটর ফুল।
উত্তরঃ জুঁই ‘বেল।
উত্তরঃ মথ ও বাদুড়।
উত্তরঃ জবা ফুল।
উত্তরঃ কুমড়ো।
উত্তরঃ পুংদন্ড ও পরাগধানী।
উত্তরঃ পার্থেনোকার্পি।
উত্তরঃ সাইকোফিলি।
বৃদ্ধি ও বিকাশ SAQ
উত্তরঃ কোশ বিভাজন দশা।
উত্তরঃ ফিটাস।
উত্তরঃ 5.
উত্তরঃ প্রোটোপ্লাজম।
উত্তরঃ অক্সিন।
উত্তরঃ STHও থাইরক্সিন।
উত্তরঃ আর্ক্ ইন্ডিকেটর ও অকসানোমিটার।
উত্তরঃ জেরোন্টোলজি।