WB Madhyamik Life Science Suggestion 2021 PDF Download, মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2021, West Bengal Board of Secondary Education (WBBSE) Exam 2021
Table of Contents
Madhyamik Life Science Suggestion 2021
মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর 2021
Bangla Shiksha:- নমস্কার, ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড়ো পরীক্ষা হলো পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা 2021, আর সেই পরীক্ষার একটি অন্যতম বিষয় হল জীবনবিজ্ঞান ও পরিবেশ 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা একটি মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2021 প্রস্তুত করেছি। ছাত্রছাত্রীরা সেটি নিচের দেওয়া লিংক থেকে WB Madhyamik Life Science Suggestion 2021 PDF Download করতে পারবে।
West Bengal Madhyamik Life Science Suggestion Question Answer 2021
পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন প্রশ্ন উত্তর 2021
পরীক্ষার নাম | মাধ্যমিক 2021 |
বোর্ড | পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ |
বিষয় | জীবন বিজ্ঞান |
পরীক্ষার তারিখ | মার্চ 2021 |
সাজেশন সম্ভাবনা | প্রায় ৯০ শতাংশ |
বিভাগ – ক
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
১ l প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : ১ ✖️ ১৫ = ১৫
১.১ সূর্যমুখী ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুদে যায় ーএটা হল
(ক) ফটোন্যাস্টিক
(খ) কেমোন্যাস্টিক
(গ) সিসমোন্যাস্টিক
(ঘ) থার্মোন্যাস্টিক
উত্তর: (ক) ফটোন্যাস্টিক
১.২ নিম্নলিখিত কোন বিবৃতিটি অক্সিন হরমোনের ক্ষেত্রে প্রযোজ্য
(ক) কাণ্ডের অগ্ৰস্থ প্রকটতা রোধ করে
(খ) শাখাকলমে অস্থানিক মূল সৃষ্টি করে
(গ) উদ্ভিদের বার্ধক্য প্রতিরোধ করে
(ঘ) উদ্ভিদের ফলের সংখ্যা বৃদ্ধি করে
উত্তর: (খ) শাখাকলমে অস্থানিক মূল সৃষ্টি করে
১.৩ স্নায়ুতন্তের ধারক কোষ হল ー
(ক) নিউরোন
(খ) নেফ্রন
(গ) অ্যাক্সন
(ঘ) নিউরোগ্লিয়া
উত্তর: (ঘ) নিউরোগ্লিয়া
১.৪ উদ্ভিদের অযৌন জনন সম্পর্কিত নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে সঠিক তথ্য নয় যেটি, সেটি হল –
(ক) অযৌন জননে একটি জীবের প্রয়োজন হয়
(খ) অযৌন জননে জীবের বিশুদ্ধতা বজায় থাকে
(গ) অযৌন জননের একক রেনু বা স্পোর
(ঘ) অযৌন জননে পরাগযোগের প্রয়োজন হয়
উত্তর: (ঘ) অযৌন জননে পরাগযোগের প্রয়োজন হয়
১.৫ ভ্রূণের ভবিষ্যৎ খাদ্য সঞ্চিত থাকে –
(ক) বীজে
(খ) ডিম্বকে
(গ) সস্যে
(ঘ) ডিম্বাশয়ে
উত্তর: (গ) সস্যে
১.৬ মানবদেহে কোন বিভাজনকালে ইন্টারফেজের G2দশায় প্রতিটি কোশে DNA -র সংখ্যা থাকে –
(ক) ২৩টি
(খ) ৪৬টি
(গ) ৯২টি
(ঘ) ১১৫টি
উত্তর: (গ) ৯২টি
১.৭ নিচের কোনটি RNA -এর গঠনগত উপাদান নয়?
(ক) রাইবোজ শর্করা
(খ) ফসফোরিক অ্যাসিড
(গ) থাইমিন ক্ষারক
(ঘ) ইউরাসিল ক্ষারক
উত্তর: (গ) থাইমিন ক্ষারক
১.৮ BBRR x bbrr ক্রশ থেকে উৎপন্ন গিনিপিগের মধ্যে সংকরায়ন করা হলে F2 জনুর ফিনোটাইপ অনুপাত হয় ৯:৩:৩:১। এখানে ‘1’ -এর ফিনোটাইপ হল –
(ক) সাদা কর্কশ রোম
(খ) কালো কর্কশ রোম
(গ) কালো মসৃন রোম
(ঘ) সাদা মসৃন রোম
উত্তর: (ঘ) সাদা মসৃন রোম
১.৯ রুইমাছের পটকার গ্যাস শোষণকারী অংশটি হল –
(ক) বায়ুথলি
(খ) লালাগ্রন্থি
(গ) রেটিয়া মিরাবিলিয়া
(ঘ) অগ্র প্রকোষ্ঠ
উত্তর: (গ) রেটিয়া মিরাবিলিয়া
১.১০ থ্যালাসিমিয়া রোগের প্রধান কারন হল –
(ক) ১৬ নং এবং ১৪ নং ক্রোমোজোমের ত্রুটি
(খ) ১৬ নং এবং ১১ নং ক্রোমোজোমের ত্রুটি
(গ) ১২ নং এবং X -ক্রোমোজোমের ত্রুটি
(ঘ) ১৬ নং এবং Y -ক্রোমোজোমের ত্রুটি
উত্তর: (খ) ১৬ নং এবং ১১ নং ক্রোমোজোমের ত্রুটি
১.১১ চক্ষুদানকালে চোখের যে অংশ সংগৃহীত হয় –
(ক) কর্নিয়া
(খ) লেন্স
(গ) রেটিনা
(ঘ) কোরয়েড
উত্তর: (ঘ) কোরয়েড
১.১২ অপসারী বিবর্তনকে সমর্থনকারী অঙ্গটি হল –
(ক) মানুষের অগ্রপদ ও ঘোড়ার পশ্চাদপদ
(খ) বাদুড়ের প্যাটাজিয়াম ও প্রজাপতির ডানা
(গ) তিমির ফ্লিপার ও পাখির ডানা
(ঘ) পাখির ডানা ও বোলতার ডানা
উত্তর: (গ) তিমির ফ্লিপার ও পাখির ডানা
১.৩ কোন সরীসৃপের হৃৎপিন্ড চারটি প্রকোষ্ঠযুক্ত?
(ক) সাপ
(খ) গিরগিটি
(গ) কুমির
(ঘ) টিকটিকি
উত্তর: (গ) কুমির
১.৪ Terror of Bengal নামে পরিচিত বহিরাগত জীবটি হল –
(ক) রয়েল বেঙ্গল টাইগার
(খ) ল্যান্টানা ক্যামেরা
(গ) কচুরিপানা
(ঘ) পার্থেনিয়াম
উত্তর: (গ) কচুরিপানা
১.৫ নীচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ?
(ক) গরুমারা
(খ) করবেট
(গ) চাপড়ামারি
(ঘ) নীলগিরি
উত্তর: (ঘ) নীলগিরি
বিভাগ – খ
২ l নিচের ২৬টি প্রশ্নের থেকে যে-কোন ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখতে হবে। ১ ✖️ ২১ = ২১
নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো: (যে-কোন পাঁচটি) ১ ✖️ ৫ = ৫
২.১ স্নায়ুতন্রে মোট কোশের ৯০% কোশ হল _
২.২ শব্দের তীব্রতা মাপার একক _
২.৩ ভূম্যসাগরীয় অ্যানিমিয়া হিসাবে চিহ্নিত করা হয় _ রোগকে।
২.৪ মায়োপিয়া সংশোধনে __ লেন্স ব্যবহৃত হয়।
২.৫ মানুষের চোখের নিষ্ক্রিয় অঙ্গটি হল _
২.৬ নিউরো হরমোন উৎপাদিত ফলকে বলে _ ফল।
নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরুপন করো : (যে-কোন পাঁচটি) ১ ✖️ ৫ = ৫
২.৭ একটি মিথোজীবী ব্যাকটেরিয়া হল রাইজোবিয়াম।
২.৮ পুরুষ দেহে লোহিত রক্ত কণিকার সংখ্যা অধিক। এর কারন হল টেস্টোস্টেরন হরমোনের উপস্থিতি।
২.৯ একটি পক্ষীপরাগী ফুল হল আম।
২.১০ মাছের পাখনা মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে।
২.১১ ADH এর অভাবে অতিরিক্ত মূত্র উৎপন্ন হয়।
২.১২ পশ্চিমবঙ্গের লেথিয়ান দ্বীপে কুমির প্রকল্প গড়ে উঠেছে।
A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দের সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্ৰমিক নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো : (যে-কোন পাঁচটি) ১ ✖️ ৫ = ৫
A স্তম্ভ | B স্তম্ভ |
---|---|
২.১৩ ভেগাস স্নায়ু ২.১৪ মনুষ্য সন্তানের লিঙ্গ নির্ধারণ ২.১৫ যোগ্যতমের উদবর্তন ২.১৬ উটের RBC ২.১৭ এরোসল ২.১৮ পাথরকুচি ও বিগেনিয়া | (ক) পত্রজ মুকুল (খ) ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন (গ) বায়ুদূষক (ঘ) চার্লস ডারউইন (ঙ) মিশ্রবায়ু (চ) পুরুষের প্রধান ভূমিকা (ছ) গুরু মস্তিস্ক |
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে-কোন ছয়টি) ১x৬ = ৬
২.১৯ কোরয়েডে মেলানিন রঞ্জক থাকার সুবিধা কী?
২.২০ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য কী?
২.২১ একটি উদ্ভিদের নাম লেখো যার পরাগযোগ জলের মাধ্যমে ঘটে?
২.২২ মেন্ডেলের একটি সূত্রের ব্যতিক্রমী ঘটনার নাম লেখো।
২.২৩ পায়রার বাস্যুস্থলীর সংখ্যা কত?
২.২৪ ভারতে ব্যঘ্র প্রকল্প কোন বছর চালু হয়?
২.২৫ JMF প্রকল্প সর্বপ্রথম কোথায় শুরু হয়?
২.২৬ COPD -এর পুরো কথাটি লেখো।
বিভাগ – গ
৩ l নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোন ১২টি প্রশ্নের উত্তর দুই-তিন বাক্যে লেখো : ২x১২ = ২৪
৩.১ রাস্তা পার হতে গেলে তোমার চোখ ও মস্তিস্ক কিভাবে সাহায্য করবে?
৩.২ ট্রাপিক চলন নিয়ন্ত্রন করে কোন হরমোন? কীভাবে এরূপ চলন ঘটায় লেখো।
৩.৩ নিম্নলিখিত ক্রিয়াগুলি কোনটি কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া?
- ফুচকা দেখলে জিভ দিয়ে জল পরা
- গরম চায়ের কাপে হাত দিলে হাত শীর্যে নেওয়া
- আবৃতি করা
- বিরাট কোহলির ক্রিকেট খেলায় ছয় মারা
৩.৪ প্রাত্যহিক জীবনে উপযোজনের দুটি ভূমিকা লেখো।
৩.৫ নিম্নলিখিত ক্ষেত্রে কোন কোন হরমোন ক্রিয়া করে?
- অস্থি ও তরুনাস্থির বৃদ্ধি
- রক্তে শর্করার মাত্রা কমে গেলে তার মাত্রা বৃদ্ধি করা
- শিশুর স্বাভাবিক মানসিক বিকাশ
- রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি
৩.৬ জিরাফের গলা লম্বা হয়ে গেল আবার সাপের পা অবলুপ্ত হয়ে গেল — এক্ষেত্রে
৩.৭ যৌন জননের ফলে জীবের দেহে কীভাবে নতুন বৈশিষ্টের সৃষ্টি হয় সংক্ষেপে লেখো।
৩.৮ হোলাড্রিক জিন কী?
৩.৯ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর শরীরে বার বার রক্তসঞ্চারণের ফলে কী-কী সমস্যা দেখা যায়?
৩.১০ অ্যাসিড বৃষ্টির দুটি ফলাফল লেখো।
৩.১১ ঘোড়ার বিবর্তনে যে পরিবর্তনগুলি দেখা যায়, সেগুলি লেখো।
৩.১২ স্নায়ুকোশ, স্নায়ুতন্র ও স্নায়ুর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।
৩.১৩ “চা গাছের অগ্ৰস্থ কান্ড বার বার কেটে দেওয়া হয় চা-পাতা বেশি করে পাওয়ার জন্য” ─ উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো।
৩.১৪ ফুসফুস ক্যান্সারের কারণ ও লক্ষণ লেখো।
৩.১৫ জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্যের ভিত্তি গঠন করো।
৩.১৬ “Grow and Go” ─ কথাটি কোন প্রাণী সংরক্ষনের জন্য ব্যবহৃত হয়? প্রাণীটি সংরক্ষনের প্রয়োজনীয়তা কোথায়?
৩.১৭ অ্যাজমার কারন ও দুটি লক্ষণ লেখো।
বিভাগ – ঘ
৪ l নিচের ৬টি প্রশ্নের বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো : ৫x৬ = ৩০
৪.১ মেন্ডেলের দ্বিসংকর পরীক্ষাটি চেকারবোর্ডের সাহায্যে লেখো। দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি বিবৃত করো।
অথবা
হিমোফিলিয়া রোগাক্রান্ত ব্যক্তির দেহে রক্ত জমাট বাঁধে না কেন? বন্ধ্যাত্ব বা হিমোফিলিয়া রোগে মহিলা অপেক্ষা পুরুষ বেশি আক্রান্ত হয় কেন?
৪.২ ল্যামার্কের মতবাদ অনুসারে কীভাবে নতুন প্রজাতির সৃষ্টি হয়? হটডাইলুট স্যুপ থেকে কিভাবে প্রোটোসেলের সৃষ্টি হয়? ৩+২=৫
অথবা
জলসংরক্ষনের জন্য উটের দেহে কী কী অভিযোজন দেখা যায়? মাছের দেহে পটকার গুরুত্ব লেখো। ৩+২=৫
৪.৩ ক্ৰমবৰ্ধমান জনসংখা কীভাবে জীববৈচিত্র্য হ্রাস করে? ব্যাখ্যা করো। ৫
অথবা
বাঘের সংখ্যা কমে যাওয়ার কারন কী? কীভাবে বাঘের সংখ্যা বৃদ্ধি করা যায়? ২+৩=৫
৪.৪ ডারউইনের মতবাদ অনুসারে কীভাবে লম্বা গলাযুক্ত জিরাফের উৎপত্তি ঘটে তা বর্ননা করো।ল্যামার্কের মতবাদের বিপক্ষে দুটি পরীক্ষার উল্লেখ করো। ৩+২ = ৫
অথবা
সমসংস্থ ও সমবৃত্ত অঙ্গের পার্থক্যগুলি উল্লেখ করো। একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য্ শ্রমিক মৌমাছির কীভাবে খাদ্য উৎসবে সন্ধান ও অবস্থান জানায়। ২+৩ = ৫
৪.৫ মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত উপাদানগুলির নাম লেখো এবং কোন কোন প্রধান বস্তু উৎপন্ন হয়েছিল? নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? অভিব্যক্তির স্বপক্ষে ইহার গুরুত্ব লেখো। ১+১+১+২ = ৫
অথবা
উটের জল ক্ষয় নিরুদনের জন্য কী কী অভিযোজন ঘটেছে লেখো। পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব লেখো। সুন্দরী গাছের লবন মোচনের দুটি পদ্ধতি লেখো। ২+১+১ = ৫
৪.৬ একটি নিউরোনের পরিচ্ছন্ন চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। (ক) সোয়ান কোশ, (খ) নিউরো ফাইব্রিল, (গ) প্রান্ত বুরুশ, (ঘ) অ্যাক্সন হিলক
অথবা
প্রতিবর্ত চাপের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।
(ক) গ্রাহক, (খ) সহযোগী নিউরোন, (গ) স্নায়ুকেন্দ্র, (ঘ) মোটর নিউরোন
WBBSE Madhyamik Life Science Syllabus
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) দ্বারা প্রদত্ত দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ -এর পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নকাঠামো, প্রশ্নের ধরন এবং নম্বর বিন্যাস নিচে দেওয়া হল :
অধ্যায় | বিভাগ – ক | বিভাগ -খ | বিভাগ-গ | বিভাগ-ঘ | বরাদ্দ নম্বর |
---|---|---|---|---|---|
1. জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | 1×3=3 | 1×5=5 | 2×3=6 | 1×5=5 | 19 |
2. জীবনের প্রবহমানতা | 1×3=3 | 1×5=5 | 2×3=6 | 1×5=5 | 17 |
3. বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ | 1×3=3 | 1×5=5 | 2×3=6 | 1×5=5 | 15 |
4. অভিব্যক্তি ও অভিযোজন | 1×3=3 | 1×5=5 | 2×3=6 | 1×5=5 | 24 |
5. পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষন | 1×3=3 | 1×5=5 | 2×3=6 | 1×5=5 | 24 |
মোট | 15 | 21 | 24 | 30 | 90 |
Madhyamik Life Science Suggestion 2021 Download
আসন্ন WBBSE Madhyamik 2021 Exam প্রস্তুতির জন্য পরীক্ষার্থীরা নিচের দেওয়া Link থেকে খুব সহজেই Madhymik Life Science Suggestion 2021 PDF টি ডাউনলোড করতে পারে। এই সাজেশনটি মাধ্যমিক পরীক্ষা 2021 -এর উপর বিশেষ নজর দিয়ে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা সম্পাদিত হয়েছে।
Click Here to Download Madhyamik Life Science Suggestion 2021
বিশেষ দ্রষ্টব্যঃ মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2021 (WB Madhyamik Life Science Suggestion 2021) মানেই মাধ্যমিক পরীক্ষা প্রশ্নপত্র 2021 কখনোই না। এটা হচ্ছে মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষা 2021 -এর সম্ভাব্য প্রশ্নাবলী। তাই, ম্যাধমিক পরীক্ষা 2021 -এর সমস্ত ছাত্রছাত্রীদের পাঠ্যবইয়ের সমস্ত অংশকে পড়তে বলা হচ্ছে। সম্পূর্ণ বই না পড়ে পরীক্ষায় বসা অনুচিত।
আরোও পড়ুন: WB Madhyamik Bengali Suggestion 2021