দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন প্রশ্ন উত্তর, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে প্রশ্ন উত্তর, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন MCQ, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন SAQ, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন প্রশ্ন উত্তর PDF, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন প্রশ্ন উত্তর 2022, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এর বড় প্রশ্ন উত্তর, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন ছোট প্রশ্ন উত্তর, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন রচনাধর্মী প্রশ্ন উত্তর, ক্লাস টেনের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন প্রশ্ন উত্তর, মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর।
Table of Contents
পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন প্রশ্ন উত্তর
Bangla Shiksha : পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে। তোমরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে পারো, তাহলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই তোমাদের সুবিদার্থে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করে অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) নিয়ে এসেছি।
শ্রেনীঃ | দশম শ্রেণী |
বিষয়ঃ | মাধ্যমিক ভৌতবিজ্ঞান |
অধ্যায়ঃ | পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন |
MCQ | 10টি |
SAQ | 10টি |
Published By | বাংলা শিক্ষা |
পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন প্রশ্ন উত্তর MCQ
1) অতি বিশুদ্ধ অ্যামোনিয়া গ্যাসকে সংগ্ৰহ করা হয়—
[A] মার্কারির (Hg) উপর
[B] ইথারের উপর
[C] জলের উপর
[D] অ্যালকোহলের উপর
2) কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমানে জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙ কী হবে?
[A] হলুদ
[B] সবুজ
[C] গাঢ় নীল
[D] বাদামি
3) NH3 -কে শুষ্ক করতে ব্যবহৃত হয় —
[A] CaO
[B] P2O5
[C] CaCl2
[D] H2SO4
4) পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস পাঠালে দ্রবণের বর্ণ কী হবে?
[A] সাদা
[B] লাল
[C] সবুজ
[D] নীল
5) সোডিয়াম নাইট্রোপ্রুসাইড -এর ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী রঙ উৎপন্ন হবে?
[A] বেগুনি
[B] কমলা
[C] গাঢ় নীল
[D] সবুজ
6) প্রকৃতিতে প্রাপ্ত যে যৌগে N2 আবদ্ধ থাকে —
[A] বক্সাইট
[B] অ্যালুমিনিয়াম
[C] হিমাটাইট
[D] চিলি সল্টপিটার
7) নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নীচের কোন যৌগটি উৎপন্ন হয়?
[A] NO
[B] NO2
[C] N2O5
[D] HNO3
8) ত্বকে উপস্থিত প্রোটিনের সঙ্গে কোন অ্যাসিড -এর বিক্রিয়ায় জ্যান্থোপ্রোটিক অ্যাসিড উৎপন্ন হয়?
[A] নাইট্রিক অ্যাসিড
[B] নাইট্রাস অ্যাসিড
[C] সালফিউরিক অ্যাসিড
[D] হাইড্রোক্লোরিক অ্যাসিড
9) ওলিয়ামকে সংগ্ৰহ করা হয় —
[A] কাঁচের পাত্রে
[B] মার্কারির পাত্রে
[C] প্লাস্টিকের পাত্রে
[D] লেডের আস্তরণযুক্ত ট্যাংকে
10) নিচের কোন গ্যাসটিকে বর্ণের সাহায্যে চেনা যায় না?
[A] Cl2
[B] NO2
[C] I2
[D] কোনোটিই নয়
পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন প্রশ্ন উত্তর SAQ
উত্তরঃ CaCl2.8NH3
উত্তরঃ NH3
উত্তরঃ বরফ কারখানায় হিমায়ক রূপে ব্যবহার করা হয়।
উত্তরঃ সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় সোডামাইড উৎপন্ন হয়।
Na+2NH3 = 2NaNH2 + H2
উত্তরঃ লাইকার অ্যামোনিয়া হল উচ্চচাপে জলে দ্রবীভূত অ্যামোনিয়া গ্যাস।
উত্তরঃ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ লাল লিটমাস কাগজকে নীল বর্ণে পরিণত করে।
উত্তরঃ অ্যামোনিয়া (NH3)।
উত্তরঃ কার্বন ডাইঅক্সাইড (CO2)।
উত্তরঃ ইউরিয়া কৃষি কাজে সার রূপে ব্যবহৃত হয়।
উত্তরঃ PbS