দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ধাতুবিদ্যা প্রশ্ন উত্তর, ধাতুবিদ্যা থেকে প্রশ্ন উত্তর, ধাতুবিদ্যা MCQ, ধাতুবিদ্যা SAQ, ধাতুবিদ্যা প্রশ্ন উত্তর PDF, ধাতুবিদ্যা প্রশ্ন উত্তর 2022, ধাতুবিদ্যা এর বড় প্রশ্ন উত্তর, ধাতুবিদ্যা ছোট প্রশ্ন উত্তর, ধাতুবিদ্যা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, ধাতুবিদ্যা রচনাধর্মী প্রশ্ন উত্তর, ক্লাস টেনের ধাতুবিদ্যা প্রশ্ন উত্তর, মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর।
Table of Contents
ধাতুবিদ্যা প্রশ্ন উত্তর
Bangla Shiksha : ধাতুবিদ্যা প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে। তোমরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে পারো, তাহলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই তোমাদের সুবিদার্থে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করে অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) নিয়ে এসেছি।
শ্রেনীঃ | দশম শ্রেণী |
বিষয়ঃ | মাধ্যমিক ভৌতবিজ্ঞান |
অধ্যায়ঃ | ধাতুবিদ্যা |
MCQ | 10টি |
SAQ | 11টি |
Published By | বাংলা শিক্ষা |
ধাতুবিদ্যা প্রশ্ন উত্তর MCQ
1) জার্মান সিল্ভারে সিলভার থাকে –
[A] 2-5%
[B] 10-15%
[C] 5-10%
[D] 0%
2) জার্মান সিলভারের প্রধান উপাদান —
[A] Ag
[B] Cu
[C] Fe
[D] Zn
3) ধাতু সংকর হল —
[A] সমসত্ত্ব মিশ্রণ
[B] অসমসত্ত্ব মিশন
[C] সমসত্ত্ব ও অসমসত্ত্ব মিশ্রণ
[D] যৌগ
4) কোন ধাতু জোড়টি ব্রোঞ্জ ও কাঁসা উভয় সংকর ধাতুতেই বিদ্যমান?
[A] লোহা-নিকেল
[B] কপার-টিন
[C] কপার-জিঙ্ক
[D] লোহা -টিন
5) লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হল —
[A] FeO
[B] Fe2O3
[C] Fe3O4
[D] FeCO3
6) ক্যালামাইন যে ধাতুটির আকরিক সেটি হল —
[A] জিঙ্ক
[B] আয়রন
[C] কপার
[D] অ্যালুমিনিয়াম
7) নীচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক?
[A] বক্সাইট
[B] হেমাটাইট
[C] ম্যালাকাইট
[D] চ্যালকো পাইরাইটস
8) নীচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সঙ্কেত?
[A] Al2O3
[B] Al2O3 .H2O
[C] Al2O3 . 2H2O
[D] AlE3. 3NaF
9) কোন ধাতু দুটি অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়ায় গ্যাস উৎপন্ন করে —
[A] Na, Cu
[B] Cu, Zn
[C] Al, Zn
[D] Pb, Zn
10) Ca এবং Al ধাতু নিষ্কাশন করা হয় —
[A] তাপীয় বিজারণ
[B] কার্বন বিজারণ
[C] তড়িৎ বিজারণ পদ্ধতিতে
[D] ভৌত উপায়ে
ধাতুবিদ্যা প্রশ্ন উত্তর SAQ
উত্তরঃ তামা – 60% – 80%
উত্তরঃ তামা।
উত্তরঃ কপার।
উত্তরঃ কপার।
উত্তরঃ তামা (Cu)।
উত্তরঃ AIF3 . 3NaF
উত্তরঃ ক্রায়োলাইট (AIF3 . 3NaF) ।
উত্তরঃ Ag, Au, Pt
উত্তরঃ ম্যাগনেশিয়াম (Mg)।
উত্তরঃ Al চূর্ণ।
উত্তরঃ ধুমায়মান HNO3 -এর সঙ্গে বিশুদ্ধ লোহা বিক্রিয়া করে না, গাঢ় HNO3, লোহার উপরে Fe3O4 -এর খুব পাতলা একটি আস্তরণ সৃষ্টি করে যার ফলে লোহা নিষ্ক্রিয় হয়ে যায়।