দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান জৈব রসায়ন প্রশ্ন উত্তর, জৈব রসায়ন থেকে প্রশ্ন উত্তর, জৈব রসায়ন MCQ, জৈব রসায়ন SAQ, জৈব রসায়ন প্রশ্ন উত্তর PDF, জৈব রসায়ন প্রশ্ন উত্তর 2022, জৈব রসায়ন এর বড় প্রশ্ন উত্তর, জৈব রসায়ন ছোট প্রশ্ন উত্তর, জৈব রসায়ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, জৈব রসায়ন রচনাধর্মী প্রশ্ন উত্তর, ক্লাস টেনের জৈব রসায়ন প্রশ্ন উত্তর, মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর।
Table of Contents
জৈব রসায়ন প্রশ্ন উত্তর
Bangla Shiksha : জৈব রসায়ন প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে। তোমরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে পারো, তাহলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই তোমাদের সুবিদার্থে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করে অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) নিয়ে এসেছি।
শ্রেনীঃ | দশম শ্রেণী |
বিষয়ঃ | মাধ্যমিক ভৌতবিজ্ঞান |
অধ্যায়ঃ | জৈব রসায়ন |
MCQ | 10টি |
SAQ | 7টি |
Published By | বাংলা শিক্ষা |
জৈব রসায়ন প্রশ্ন উত্তর MCQ
1) আলেয়া সৃষ্টিকারী গ্যাস হল —
[A] মিথেন
[B] ইথেন
[C] প্রোপেন
[D] বিউটেন
2) LPG -এর প্রধান উপাদান হল —
[A] মিথেন
[B] ইথেন
[C] প্রোপেন
[D] বিউটেন
3) CNG -তে প্রধান উপাদান হল —
[A] মিথেন
[B] ইথেন
[C] বিউটেন
[D] ইথিলিন
4) নীচের কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রূপ?
[A] মিথাইল
[B] ইথাইল
[C] প্রোপাইল
[D] আইসোপ্রোপাইল
5) নীচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন?
[A] C3H6
[B] C2H4
[C] C2H2
[D] C2H6
6) ইথান্যাল -এর সংকেত হলো —
[A] C2H5OH
[B] CH3CHO
[C] CH3COOH
[D] C2H5COOH
7) একটি কৃত্রিম পলিমারের উদাহরণ হল —
[A] পলিস্টাইরিন
[B] কাগজ
[C] বাঁশ
[D] খড়
8) একটি নন-বায়োডিগ্রেডেবল পলিমার হল —
[A] প্রোটিন
[B] সেলুলোজ
[C] রবার
[D] পলিইথিলিন
9) মিথানল মানবদেহের লিভারে জড়িত হয়ে কীসে পরিণত হয়?
[A] ইথান্যাল
[B] মিথান্যাল
[C] প্রোপান্যাল
[D] বিউটান্যাল
10) নীচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 -এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়?
[A] CH3CH2OH
[B] CH3CHO
[C] CH3COCH3
[D] CH3COOH
জৈব রসায়ন প্রশ্ন উত্তর SAQ
উত্তরঃ 4 টি।
উত্তরঃ মিথেন।
উত্তরঃ মিথেন।
উত্তরঃ মিথানোয়িক অ্যাসিড।
উত্তরঃ তড়িতের কুপরিবাহী হওয়ায় বৈদুত্যিক তার আচ্ছাদন তৈরিতে ব্যবহৃত হয়।
উত্তরঃ পলিভিনাইল ক্লোরাইড।
উত্তরঃ পলিভিনাইল ক্লোরাইড (PVC)।