দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান আয়নীয় ও সমযোজী বন্ধন প্রশ্ন উত্তর, আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে প্রশ্ন উত্তর, আয়নীয় ও সমযোজী বন্ধন MCQ, আয়নীয় ও সমযোজী বন্ধন SAQ, আয়নীয় ও সমযোজী বন্ধন প্রশ্ন উত্তর PDF, আয়নীয় ও সমযোজী বন্ধন প্রশ্ন উত্তর 2022, আয়নীয় ও সমযোজী বন্ধন এর বড় প্রশ্ন উত্তর, আয়নীয় ও সমযোজী বন্ধন ছোট প্রশ্ন উত্তর, আয়নীয় ও সমযোজী বন্ধন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আয়নীয় ও সমযোজী বন্ধন রচনাধর্মী প্রশ্ন উত্তর, ক্লাস টেনের আয়নীয় ও সমযোজী বন্ধন প্রশ্ন উত্তর, মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর।
Table of Contents
আয়নীয় ও সমযোজী বন্ধন প্রশ্ন উত্তর
Bangla Shiksha : আয়নীয় ও সমযোজী বন্ধন প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে। তোমরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে পারো, তাহলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই তোমাদের সুবিদার্থে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করে অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) নিয়ে এসেছি।
শ্রেনীঃ | দশম শ্রেণী |
বিষয়ঃ | মাধ্যমিক ভৌতবিজ্ঞান |
অধ্যায়ঃ | আয়নীয় ও সমযোজী বন্ধন |
MCQ | 10টি |
SAQ | 6টি |
Published By | বাংলা শিক্ষা |
আয়নীয় ও সমযোজী বন্ধন প্রশ্ন উত্তর MCQ
1) নীচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না?
[A] NaCl
[B] KCL
[C] LiH
[D] CaO
2) উল্লিখিত কোনটি তড়িৎযোজী যৌগ?
[A] HCL
[B] MgCl2
[C] CH4
[D] NH3
3) LiH যৌগ্যে অয়নগুলির মধ্যে ক্রিয়ারত বলটি হল—
[A] বিকর্ষণ বল
[B] স্থির তড়িৎ আকর্ষণ বল
[C] কুলম্বীয় বল
[D] অভিকর্ষ বল
4) নীচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত?
[A] সোডিয়াম ক্লোরাইড
[B] হাইড্রোজেন ক্লোরাইড
[C] ন্যাপথলিন
[D] গ্লুকোজ
5) নীচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে?
[A] গলিতে NaCl
[B] গ্লুকোজের জলীয় দ্রবণ
[C] তরল HCL
[D] কঠিন NaCl
6) নীচের কোন হাইড্রোজেনের যোগ্যটি তড়িৎযোজী?
[A] NH3
[B] H2O
[C] CH4
[D] NaH
7) উল্লিখিত কোন যোগ্যটি অ্যালকোহলে অদ্রাব্য?
[A] ন্যাপথলিন
[B] NaF
[C] গ্লুকোজ
[D] চিনি
8) নীচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই?
[A] হাইড্রোজেন
[B] ক্যালশিয়াম অক্সাইড
[C] মিথেন
[D] অ্যামোনিয়া
9) চিনি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও তা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, কারণ চিনি জলের সঙ্গে —
[A] সমযোজী বন্ধন তৈরী করে
[B] আয়নীয় বন্ধন তৈরী করে
[C] হাইড্রোজেন বন্ধন তৈরী করে
[D] সব ধরনের বন্ধনই তৈরী করে
10) নীচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান?
[A] সোডিয়াম ক্লোরাইড
[B] হাইড্রোজেন ক্লোরাইড
[C] লিথিয়াম হাইড্রাইড
[D] ক্যালশিয়াম অক্সাইড
আয়নীয় ও সমযোজী বন্ধন প্রশ্ন উত্তর SAQ
উত্তরঃ তড়িৎযোজী বন্ধন।
উত্তরঃ সমযোজী বন্ধন।
উত্তরঃ সমযোজী বন্ধন।
উত্তরঃ সমযোজী।
উত্তরঃ সমযোজী।
উত্তরঃ ক্লোরোফর্ম।