দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পর্যায় সারণি প্রশ্ন উত্তর, পর্যায় সারণি থেকে প্রশ্ন উত্তর, পর্যায় সারণি MCQ, পর্যায় সারণি SAQ, পর্যায় সারণি প্রশ্ন উত্তর PDF, পর্যায় সারণি প্রশ্ন উত্তর 2022, পর্যায় সারণি এর বড় প্রশ্ন উত্তর, পর্যায় সারণি ছোট প্রশ্ন উত্তর, পর্যায় সারণি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, পর্যায় সারণি রচনাধর্মী প্রশ্ন উত্তর, ক্লাস টেনের পর্যায় সারণি প্রশ্ন উত্তর, মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর।
Table of Contents
পর্যায় সারণি প্রশ্ন উত্তর
Bangla Shiksha : পর্যায় সারণি প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় 30 শতাংশের বেশি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) থাকে। তোমরা যদি এই বিভাগে সম্পূর্ণ নম্বর তুলতে পারো, তাহলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় নম্বর অনেকটা বেড়ে যায়। তাই তোমাদের সুবিদার্থে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করে অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) নিয়ে এসেছি।
শ্রেনীঃ | দশম শ্রেণী |
বিষয়ঃ | মাধ্যমিক ভৌতবিজ্ঞান |
অধ্যায়ঃ | পর্যায় সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা |
MCQ | ১১টি |
SAQ | ৯টি |
Published By | বাংলা শিক্ষা |
পর্যায় সারণি প্রশ্ন উত্তর MCQ
1) দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণী সংখ্যা কত?
[A] 7
[B] 8
[C] 9
[D] 18
2) দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত?
[A] শ্রেণি 1
[B] শ্রেণি 16
[C] শ্রেণি 17
[D] শ্রেণি 2
3) পর্যায় সারণিতে শেষ প্রাকৃতিক মৌলিটি হল—
[A] বেরিয়াম
[B] থোরিয়াম
[C] রেডিয়াম
[D] ইউরেনিয়াম
4) একই শ্রেণি বরাবর সবচেয়ে নীচের মৌলিটির —
[A] ধাতব গুণ বেশি
[B] পরমাণুর ব্যাসার্ধ বেশি
[C] আয়নায়ন বিভব কম
[D] আগের সবকটি সত্য
5) নীচের কোনটির পারমানবিক ব্যাসার্ধ সর্বাধিক?
[A] K
[B] H
[C] Li
[D] Na
6) নীচের মৌলগুলির মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন?
[A] B
[B] C
[C] F
[D] Be
7) একই পর্যায়ের মৌলগুলির ক্ষেত্রে পরমাণুর নিউক্লিয়াসের আধান যত বৃদ্ধি পায় আয়োনাইজেশন শক্তি তত —
[A] কমে
[B] বাড়ে
[C] একই থাকে
[D] কখনো বাড়ে
8) কোন অক্সাইডটি বেশি ক্ষারীয়?
[A] BeO
[B] MgO
[C] CaO
[D] BaO
9) Mg হল একটি —
[A] ক্ষারধাতু
[B] হ্যালোজেন মৌল
[C] ক্ষারীয় মৃত্তিকা ধাতু
[D] নিষ্ক্রিয় মৌল
10) উল্লিখিত কোন যৌগটির অম্লিক ধর্ম সবচেয়ে বেশি?
[A] P2O5
[B] Sb2O3
[C] Bi2O3
[D] Al2O3
11) তেজস্ক্রিয় মৌল নয় —
[A] Po
[B] Pu
[C] Pb
[D] Pt
পর্যায় সারণি প্রশ্ন উত্তর SAQ
উত্তরঃ নিউট্রন সংখ্যা।
উত্তরঃ IA নং গ্রূপে অবস্থিত।
উত্তরঃ 7টি পর্যায়।
উত্তরঃ নিয়ন (Ne)।
উত্তরঃ হিলিয়াম (He)।
উত্তরঃ 16 নং।
উত্তরঃ 17 নং।
উত্তরঃ F>Cl> Br> I
উত্তরঃ I <Br < Cl < F