WB Madhyamik Bengali Suggestion 2021

WB Madhyamik Bengali Suggestion 2021

WB Madhyamik Bengali Suggestion 2021 – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২১

WB Madhyamik Bengali Suggestion 2021

Bangla Shiksha:- নমস্কার, ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড়ো পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা 2021, আর সেই পরীক্ষার প্রথম পরীক্ষাটি হল বাংলা (প্রথম ভাষা) 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা একটি মাধ্যমিক বাংলা সাজেশন 2021 প্রস্তুত করেছি। ছাত্রছাত্রীরা সেটি নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবে।


WB Madhyamik Bengali Suggestion 2021 PDF Download


১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ x ১৭ = ১৭

১.১ “আমাদের কথা কে বা জানে” 一 ‘আমরা কারা?

(ক) ভিখারি মানুষ

(খ) সাধারণ মানুষ

(গ) ভবঘুরে মানুষ

(ঘ) অসহায় মানুষ

উত্তর: (ঘ) অসহায় মানুষ

১.২ ‘অদল-বদল’ গল্পটি বাংলায় অনুবাদ করেছেন 一

(ক) অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত

(খ) অর্ঘ্য কমল দাশগুপ্ত

(গ) শোভন মহাপাত্র

(ঘ) অর্ঘ্যকুসুম দাশগুপ্ত

উত্তর: (ঘ) অর্ঘ্যকুসুম দাশগুপ্ত

১.৩ “তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু। ” 一 ব্যক্তিটি কে?

(ক) রামদাস

(খ) অপূর্ব

(গ) জগদীশবাবু

(ঘ) নিমাইবাবু

উত্তর: (ঘ) নিমাইবাবু

১.৪ “জ্ঞানচক্ষু” গল্পে তপনের লেখা গল্পটার নাম কি ছিল?

(ক) ছুটি (খ) অবসর

(গ) প্রথমদিন (ঘ) কোনোটিই সঠিক নয়

উত্তর: (গ) প্রথমদিন

১.৫ ‘বুঁনো হাঁস ধরাই এদের কাজ।’ – বুঁনো হাঁস বলা হয়েছে 一

(ক) ভারতীয়দের

(খ) ভারতের স্বাধীনতা সংগ্রামীদের

(গ) কালো মানুষদের

(ঘ) চোর – ডাকাতদের

উত্তর: (খ) ভারতের স্বাধীনতা সংগ্রামীদের

১.৬ কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম হল 一

(ক) মৌমাছি

(খ) যাযাবর

(গ) নীললোহিত

(ঘ) কুন্তক

উত্তর: (ঘ) কুন্তক

১.৭ সত্যজিৎ রায়ের অনেক সুন্দর ও সুস্থ নেশার মধ্যে ছিল 一

(ক) চলচিত্র শিল্প

(খ) চিত্র শিল্প

(গ) শ্রুতি লেখন

(ঘ) লিপি শিল্প

উত্তর: (ঘ) লিপি শিল্প

১.৮ ‘Sensitizied’ – এর বাংলায় অনুবাদ হবে 一

(ক) উৎকট কাগজ

(খ) স্পর্শকাতর

(গ) উত্তেজিৎ কাগজ

(ঘ) সুগ্রাহী কাগজ

উত্তর: (ঘ) সুগ্রাহী কাগজ

১.৯ ‘পায়ে পায়ে হিমানীর বাঁধ।’ 一 ‘হিমানী’ 一

(ক) পর্বত

(খ) জল

(গ) আগুন

(ঘ) বরফ

উত্তর: (ঘ) বরফ

১.১০ ‘বৃষ্টিতে ধুয়ে দিল তার পায়ের দাগ।’ 一 রেখাচিহ্ন পদটি যে কারকের উদাহরণ 一

(ক) কর্তৃ কারক

(খ) কর্ম কারক

(গ) করণ কারক

(ঘ) নিমিত্ত কারক

উত্তর: (ক) কর্তৃ কারক

১.১১ অনুসর্গ কর্তা যে বাচ্যে আসে 一

(ক) কর্তৃবাচ্যে

(খ) কর্মবাচ্যে

(গ) ভাববাচ্যে

(ঘ) কর্মকর্তৃবাচ্যে

উত্তর: (খ) কর্মবাচ্যে

১.১২ সংযোগ অব্যয়ের ব্যবহার দেখা যায় যে সমাসে –

(ক) দ্বন্দ সমাস

(খ) তৎপুরুষ সমাস

(গ) কর্মধারায় সমাস

(ঘ) অব্যয়ীভাব সমাস

উত্তর: (ক) দ্বন্দ সমাস

১.১৩ ‘সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা’ – রেখাঙ্কিত পদটি যে সমাসের উদাহরন –

(ক) অব্যয়ীভাব সমাস

(খ) কর্মধারায় সমাস

(গ) তৎপুরুষ সমাস

(ঘ) দ্বন্দ সমাস

উত্তর: (খ) কর্মধারায় সমাস

১.১৪ প্রশ্নবোধক বাক্য নির্দেশক বাক্যে রুপান্তরিত হলে লোপ পায় –

(ক) প্রশ্নবোধক অব্যয়

(খ) বাক্যের অর্থ

(গ) প্রশ্নবোধক সর্বনাম

(ঘ) না বাচক শব্দ

উত্তর: (গ) প্রশ্নবোধক সর্বনাম

১.১৫ ‘একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল’ – বাক্যটি 一

(ক) সরল বাক্য

(খ) জটিল বাক্য

(গ) যৌগিক বাক্য

(ঘ) মিশ্র বাক্য

উত্তর: (গ) যৌগিক বাক্য

১.১৬ ‘মনমাঝি’ এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হল 一

(ক) মনের মাঝি

(খ) মন ও মাঝি

(গ) মনরূপ মাঝি

(ঘ) কোনটিই সঠিক নি

উত্তর: (গ) মনরূপ মাঝি

১.১৭ ‘মন দিয়ে লেখা পরা করো’ 一 এটি একটি 一

(ক) নির্দেশক বাক্য

(খ) প্রার্থনাসূচক বাক্য

(গ) অনুজ্ঞাসূচক বাক্য

(ঘ) শর্তসাপেক্ষ বাক্য

উত্তর: (গ) অনুজ্ঞাসূচক বাক্য


মাধ্যমিক বাংলা সাজেশন ২০২১


২. কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও: ১ x ১৯ = ১৯

২.১ যে-কোন চারটি প্রশ্নের উত্তর দাও: ১ x ৪ = ৪

২.১.১ ‘কিন্তু পারিবে কি’ 一 কি পারার কথা বলা হয়েছে?

২.১.২ “এ বিষয়ে সন্দেহ ছিল তপনের” 一 কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের?

২.১.৩ ‘আমারও তো তাই বিশ্বাস’ 一 বক্তার বিশ্বাস লেখো।

২.১.৪ “আপনি কী ভগবানের চেয়েও বড়ো’ 一 কথাটি বক্তা কেন বলেছেন/

২.১.৫ ‘আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন’ 一 কার মনে প্রশ্ন জেগেছিল/

২.২ যে-কোন চারটি প্রশ্নের উত্তর দাও: ১ x ৪ = ৪

২.২.১ ‘ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা’ 一 আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল?

২.২.২ ‘সে জানত না’ 一 সে কী জানত না?

২.২.৩ “কেবল সে নিজেকে বুঝাইতে পারে না।” 一 কেন নিজেকে বোঝাতে পারে না?

২.২.৪ ‘আঁকড়ে ধরে সে খড় কুটো’ 一 ‘সে খঁড়কুটো’ বলতে কি বোঝানো হয়েছে?

২.২.৫ “আমাদের ইতিহাস নেই” 一 একথা বলা হয়েছে কেন?

২.৩ যে-কোন তিনটি প্রশ্নের উত্তর দাও: ১ x ৩ = ৩

২.৩.১ ‘এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত’ 一 কোন কথাটির কথা বলা হয়েছে?

২.৩.২ “সেই মেয়েটির মৃত্যু হল না” 一 মেয়েটি কে?

২.৩.৩ “জন্ম নিল ফাউন্টেন পেন” 一 ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন?

২.৩.৪ ‘তাই এই ব্যবস্থা’ 一 ব্যবস্থাটি কী ছিল?

২.৪ যে-কোন আটটি প্রশ্নের উত্তর দাও: ১ x ৮ = ৮

২.৪.১ ‘বহুব্রীহি’ কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কী?

২.৪.২ সবার উপরে মানুষ সত্য 一 কারক বিভক্তি নির্নয় করো।

২.৪.৩ নির্দেশকের কাজ কী?

২.৪.৪ অনুসর্গ কাকে বলে?

২.৪.৫ ‘এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে’ 一ভাববাচ্যে পরিণত করো।

২.৪.৬ গঙ্গা নামক নদী 一 ব্যাসবাক্যটি কোন সমাসের?
২.৪.৭ সমস্যমান সহায়ক পদ কাকে বলে?
২.৪.৮ একটি মিশ্রবাক্যের উদাহরণ দাও?
২.৪.৯ সক্রিয় কর্তা কাকে বলে?
২.৪.১০ “বিদায় এবে দেহ বিধুমুখি” 一 ভাববাচ্যে পরিণত করো?

৩. প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও: ৩+৩ = ৬

৩.১.১ “নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে।’ 一 কৈফিয়তটি কী? কৈফিয়ত দেবার প্রয়োজন হয়েছিল কেন?
৩.১.২ “আজ আর অন্য্ কথা নেই।” 一 কোন দিনের কথা বলা হয়েছে? সেদিন আর অন্য্ কথা নেই কেন?

৩.২ যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও: ৩ x ১ = ৩

৩.২.১ ‘ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর’ 一 এখানে কার কথা বলা হয়েছে? তিনি কীভাবে ভেঙে আবার নতুন করে গড়বেন? ১+২ = ৩
৩.২.২ ‘আমরা ফিরেছে দোরে দোরে’ 一 ‘আমরা’ কারা? কেন ওই অবস্থা?

৪. কমবেশি ১৫০ টি শব্দে যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও: ৫ x ১ = ৫

৪.১ ‘গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না।’ 一 কার গল্প, কোথায় ছাপা হয়েছিল? গল্প ছাপা হলেও উদ্দিষ্ট …. মনে আনন্দ ছিল না কেন? ১+১+৩ = ৫
৪.২ “আজ তোমাদের একটা জবর খেলা দেখাব।” 一 বক্তা কে? বক্তা কোথায় কিভাবে জবর খেলা দেখিয়েছিল তার বিবরণ দাও?

৫. কমবেশি ১৫০ টি শব্দে যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও: ৫ x ১ = ৫

৫.১ ‘তাঁরা আর স্বপ্ন দেখতে পায় না।’ 一 তাঁরা বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের এই অক্ষমতার কারণ কবিতা অনুসরণে লেখো।
৫.২ “পঞ্চকন্যা পাইলা চেতন।” 一 পঞ্চকন্যা করা? তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল?

৬. কমবেশি ১৫০ টি শব্দে যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও: ৫ x ১ = ৫

৬.১ আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।’ ─ লেখকরা কীভাবে কালি তৈরি করতেন?
৬.২ ‘হারিয়ে যাওয়া কালিকলম’ প্রবন্ধে কলমের প্রতি লেখকের ভালোবাসা যে ভাবে ধরা পড়েছে তা আলোচনা করো।

৭. কমবেশি ১২৫ টি শব্দে যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও: ৪ x ১ = ৪

৭.১ “আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু একটু আশ্বাস দিন” 一 কাদের কাছে বক্তা ‘ভিক্ষা’ চান? তিনি কী আশ্বাস প্রত্যাশা করেন?
৭.২ ‘আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো।’ ― বক্তা কার কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন?

৮. কমবেশি ১৫০ টি শব্দে যে-কোন দুটি প্রশ্নের উত্তর দাও: ৫ x ২ = ১০

৮.১ ‘কোনি’ উপন্যাস অবলম্বনে কমল চরিত্রটির গুরুত্ব আলোচনা করো।
৮.২ “আজ বারুণী। গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি”, 一 বারুণী কী? এই অনুষ্ঠান ঘিরে গঙ্গাতীরের উন্মাদনা লেখো।

৯. চলিত গদ্যে বঙ্গানুবাদ করো: ৪

১০. কমবেশি ১৫০ টি শব্দে যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও: ৫ x ১ = ৫

১০.১ মনীষীদের জীবনী পড়ার উপকারিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।
১০.২ প্লাস্টিকের অতি ব্যবহারের ফলে দূষণ বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে একটি প্রতিবদেন রচনা করো।

১১. কমবেশি ৪০০ টি শব্দে যে-কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ১০

১১.১ একটি গাছ একটি প্রাণ
১১.২ তোমার দেখা একটি বইমেলা
১১.৩ দৈনন্দিন জীবনে বিজ্ঞান
১১.৪ বাংলার উৎসব

বিশেষ দ্রষ্টব্যঃ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২১ (WB Madhyamik Bengali Suggestion 2021) মানেই মাধ্যমিক পরীক্ষা প্রশ্নপত্র 2021 কখনোই না। এটা হচ্ছে মাধ্যমিক বাংলা পরীক্ষা 2021 -এর সম্ভাব্য প্রশ্নাবলী। তাই, ম্যাধমিক পরীক্ষা 2021 -এর সমস্ত ছাত্রছাত্রীদের পাঠ্যবইয়ের সমস্ত অংশকে পড়তে বলা হচ্ছে। সম্পূর্ণ বই না পড়ে পরীক্ষায় বসা অনুচিত।


আরোও পড়ুন: WB Madhyamik Life Science Suggestion 2021


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *